মুম্বাই, ১৪ মে - আধুনিক ক্রিকেটে ব্যাট আর বলের ভারসাম্য আগের মতো নেই। এখনকার খেলা অনেকটাই ব্যাটসম্যান নির্ভর। দর্শক বেশি মাঠে টানতে খেলাটার সৌন্দর্যই নষ্ট করে দেয়া হয়েছে। এর মধ্যে শোনা যাচ্ছে, বোলারদের জন্য আরেক দুঃসংবাদ। করোনার পর মাঠে খেলা ফিরলে বলে লালা লাগাতে পারবেন না তারা। লালার সাহায্যে বলের উজ্জ্বলতা বাড়ানো হয়, সেটাও যদি বন্ধ হয়ে যায়, তবে তো পুরো খেলাটাই ব্যাটিং নির্ভর হয়ে যাবে। আইসিসি কি শুধু ব্যাটসম্যানদের নিয়েই ভাবে? বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে এবার কাঠগড়ায় দাঁড় করালেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। আইসিসির প্যানেলে বোলারদের আরও বেশি সুযোগ দেয়ার দাবি তুলেছেন তিনি। সম্প্রতি টুইটার হ্যান্ডেলে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি শচিন টেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলির পোস্ট করে আইসিসি। সেই পোস্টে শচিন আর সৌরভ দুজনই আফসোস করেন, যদি তাদের সময়ে আইসিসির পাওয়ার প্লে আর নতুন দুই বলে খেলার নিয়ম থাকতো তবে আরও অনেক বেশি রান করতে পারতেন। তাদের সেই কথোপকথনের পরই নতুন করে উঠে এসেছে ব্যাটসম্যান বান্ধব নিয়মের বিষয়গুলো। হরভজন তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, কমপক্ষে চার হাজার রান বেশি করতে পারতেন (শচিন আর সৌরভ)। কি বাজে একটা নিয়ম। ব্যাট-বলের ভারসাম্য ফেরাতে আইসিসিতে আরও বোলার দরকার। যখন দলগুলো ২৬০-২৭০ করবে ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এখন তো সবাই ৩২০-৩৩০ প্লাস করছে, সেটা আবার তাড়াও করে ফেলছে। সাবেক এই অফস্পিনারের সঙ্গে একমত পোষণ করেছেন শচিন। মাস্টার ব্লাস্টার এই সাবেক ব্যাটসম্যান জবাবে বলেন, ভাজ্জি তোমার কথায় আসলেই আমি ভীষণ একমত। আমি তো মনে করি নিয়ম আর পিচ দুটোর দিকেই নজর দেয়া দরকার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cxpD5d
May 14, 2020 at 06:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top