ইসলামাবাদ, ১৪ মে - অবশেষে ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে তেমন একটা চমক নেই। অনুমেয়ভাবেই বাদ পড়েছেন তিন পেসার হাসান আলি, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ। ধারণা করা হচ্ছিল, সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে হয়তো আর চুক্তিতে রাখা হবে না। তবে নতুন চুক্তিতে এ থেকে বি ক্যাটাগরিতে নেমে গেছেন তিনি। যেখানে তার পারিশ্রমিক থাকবে সাড়ে ৭ লাখ রুপি। উন্নতি হয়েছে টেস্ট অধিনায়ক আজহার আলি ও তরুণ বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির। দুজনই বি ক্যাটাগরি থেকে উঠে এসেছেন এতে। ১১ লাখ পারিশ্রমিকের এই সর্বোচ্চ ক্যাটাগরিতে তৃতীয় খেলোয়াড় হলেন বাবর আজম। এবারই প্রথমবারের মতো ইমার্জিং ক্যাটাগরি ঘোষণা করেছে পিসিবি। যেখানে জায়গা পেয়েছেন হায়দার আলি, মোহাম্মদ হাসনাইন এবং হারিস রউফ। এছাড়া প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে ঢুকে সাড়ে ৫ লাখ রুপির সি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নাসিম শাহ ও ইফতিখার আহমেদ। এদিকে সরফরাজ ছাড়াও চুক্তিতে অবনতি হয়েছে লেগস্পিনার ইয়াসির শাহ এবং বাঁহাতি ওপেনার ইমাম উল হকের। এ থেকে বিতে নেমে গেছেন ইয়াসির আর বি থেকে সিতে ইমাম। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদকে সি থেকে উন্নীত করা হয়েছে বি ক্যাটাগরিতে। পিসিবির কেন্দ্রীয় চুক্তি তালিকা ক্যাটাগরি এ (১১ লাখ রুপি) - বাবর আজম, আজহার আলি এবং শাহিন শাহ আফ্রিদি ক্যাটাগরি বি (সাড়ে ৭ লাখ রুপি) - আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, শাদাব খান, আবিদ আলি, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শান মাসুদ এবং ইয়াসির শাহ। ক্যাটাগরি সি (সাড়ে ৫ লাখ রুপি) - ফাখর জামান, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, নাসিম শাহ, ইফতিখার আহমেদ এবং উসমান শিনওয়ারি। ইমার্জিং - হায়দার আলি, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3fQJ3o2
May 14, 2020 at 06:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top