ক্যানবেরা, ০১ মে - করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ। অন্যান্য দেশের মত লকডাউন চলছে অস্ট্রেলিয়াতেও। আর বন্দী এই সময়টার সর্বোচ্চ সদ্ব্যবহারই করছেন ডেভিড ওয়ার্নার। খেলার কারণে পরিবারের সঙ্গে এমনিতে এত দীর্ঘ সময় থাকার সুযোগ হয়ে ওঠে না। সুযোগ পেয়ে বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনার। মাত্র কদিন আগেই টিকটকে জয়েন করেছেন ওয়ার্নার। আর এতদিনের ক্ষতি পুষিয়ে নিতেই যেন একের পর এক মজার ভিডিও আপলোড করে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন।। এর আগে মেয়ের সঙ্গে বলিউড সং শিলা কি জাওয়ানিতে কোমর দুলিয়েছিলেন। নাচে পারঙ্গম ওয়ার্নার এবার হাজির হলেন স্ত্রী ক্যানডিডাকে নিয়ে। ওয়ার্নার দম্পত্তির পছন্দে এবারও ভারতীয় গান। আইপিলের দল সানরাইজার্স হায়দরাবাদের জার্সি পরে তামিল সিনেমার জনপ্রিয় গান বুট্টা বুমাতে স্ত্রীর সঙ্গে দারুণ পারফর্ম করেন ওয়ার্নার। এবারও তার এই নাচে উপস্থিতি ছিল কন্যার। তবে সে সামনে আসেনি, ব্যাকগ্রাউন্ডেই বাবা মায়ের সঙ্গে তাল মিলিয়েছে। ওয়ার্নারের সেই টিকটক ড্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি। বিনোদনের ফেরিওয়ালা এই ক্রিকেটার যে ভক্ত সমর্থকদের কাছেও ভীষণ প্রিয়! View this post on Instagram It’s tiktok time #buttabomma get out of your comfort zone people lol @candywarner1 A post shared by David Warner (@davidwarner31) on Apr 29, 2020 at 11:58pm PDT সূত্র : জাগো নিউজ এন এইচ, ০১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yVhpoT
May 01, 2020 at 06:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top