করোনাভাইরাসের সতর্কতাস্বরুপ মাঠে দর্শক প্রবেশের অনুমতি নেই। তাই সরাসরি সম্প্রচারকারী অনেক টেলিভিশন চ্যানেল নিজ উদ্যোগে কৃত্রিম দর্শকের আওয়াজ জুড়ে দিয়েছিল টিভি দর্শকদের জন্য। এতে খালি মাঠে কিছুক্ষণ পরপর হাততালি, হর্ষধ্বনি বেজে ওঠায় ব্যাপারটা হয়েছে আরও পানসে। যেহেতু পুরোটাই টিভিতে দেখানো মাঠে ছিল না এমন কিছি, তাই এ ব্যাপারে কোন ধারণা ছিল না মাঠের দুই দল বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের। তাই তাদের খেলায়ও পড়েনি এর কোন ছাপ। জার্মান ডার্বিতে হাড্ডাহাড্ডি লড়াই-ই উপহার দিয়েছে দুই দল। যেখানে বায়ার্নের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করেছে বরুশিয়া। উল্টো ম্যাচটি ১-০ গোলে জিতে শিরোপার দিকে বড়সড় এক লাফই দিল বায়ার্ন। যার ফলে দুই দলের পয়েন্টের ব্যবধান এখন সাত। গত নভেম্বরে বুন্দেসলিগার প্রথম সাক্ষাতে নিজেদের ঘরের মাঠে বরুশিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন। মঙ্গলবার রাতে সেই ম্যাচের প্রতিশোধ নিজেদের মাঠে নিতে পারত বরুশিয়া। কিন্তু তা পারেনি লুসিয়েন ফ্যাবরের শিষ্যরা, হেরে গেছে ০-১ ব্যবধানে। ম্যাচের ৪৩ মিনিটের সময় জয়সূচক ও একমাত্র গোলটি করেছেন জশুয়া কিমিচ। বরুশিয়া গোলরক্ষক রোমান বুরকির খানিক সামনে এগিয়ে থাকার সুযোগ নিয়ে দারুণ এক চিপ শটে বল জালে জড়ান কিমিচ। বলে হাত ছোয়ালেও তা থামাতে পারেননি বুরকি। এ জয়ের পর ২৮ ম্যাচে ২০ জয় ও ৪ ড্রতে বায়ার্নের সংগ্রহ ৬৪ পয়েন্ট। তারাই শীর্ষে। দ্বিতীয় অবস্থানে থাকা বরুশিয়ার ঝুলিতে রয়েছে ৫৭ পয়েন্ট। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3c6plRT
May 28, 2020 at 04:46AM
28 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top