মুম্বাই, ০৬ মে - বান্ধবীদের প্রতি তার বিশেষ টান। লকডাউনের এই অসময়েও বান্ধবীহীন নন বলিউডের প্রেমিক পুরুষ সালমান খান। নিজের ব্যক্তিগত ফার্ম হাউজে সময় কাটাচ্ছেন দুই প্রিয় বান্ধবীদের সঙ্গে। তাদের একজন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। আরেকজন রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুর। বলিউডের দাবাং খান সেই দুই সুন্দরীকে নিয়ে রবিনহুড স্টাইলে ধরা দিলেন। সালমানের ভক্তরা এরকমটাই বলছেন ৷ করোনা মোকাবিলায়, এই লকডাউনে সালমান যা করছেন, তা সত্যিই ভাবা যায় না। নানাভাবে তিনি ইন্ডাস্ট্রির অসহায় মানুষদের সাহায্য করছেন। এবার লকডাউনে যাতে গরিব মানুষদের কোনো অসুবিধা না হয়, সেজন্য নিজের ফার্ম হাউজ থেকে খাদ্য সামগ্রী বস্তায় বস্তায় বিলিয়ে দিচ্ছেন সালমান৷ নিজে হাতেই বস্তা তুলে রাখছেন গ্রামবাসীর গরুর গাড়িতে। এই মহান কাজে নায়কের পাশে ছিলেন লুলিয়া ভান্তুর ও জ্যাকলিন ফার্নান্দেজও ৷ সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এন এইচ, ০৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2W5hbEB
May 06, 2020 at 07:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top