ঢাকা, ০৬ মে - বছর চারেক আগের ২০১৬ সালে বাজিমাত করেছিলো অমিতাভ রেজার আয়নাবাজি সিনেমাটি। নতুন খবর হলো এই সিনেমার আয়না, হৃদি ও ক্রাইম রিপোর্টার সাবের আবারো আসছে পর্দায়। এবার নতুন সিকুয়্যাল নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা। তবে, সিনেমা নয়, এবার ওয়েব সিরিজ হয়ে আসেছে এটি। নির্মাতা অমিতাভ রেজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন আয়নাবাজি নিয়ে নতুন কিছু করার কথা ভাবছেন তিনি। একই নামে ওয়েব সিরিজ নির্মাণ করতে চলেছেন অমিতাভ। করোনাভাইরাসের সংক্রমণে ঘরবন্দি মানুষকে একটুখানি বিনোদন দিতেই নতুন এই পদক্ষেপ নিয়েছে আয়নাবাজি টিম। জানা গেছে, এই লকডাউনের মধ্যেই শুরু হয়েছে আয়নাবাজি ওয়েব সিরিজের শুটিং। প্রাথমিক ভাবে তিন পর্বের কাজ শুরু করেছে আয়নাবাজি টিম যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। লকডাউনের মধ্যে কীভাবে শুটিং চলছে এই ওয়েব সিরিজটির। অমিতাভ রেজা জানান, ঘরে বসেই শুটিং করছেন তিনি। তারকারাও নিজেদের ঘরে বসেই এর শুটিংয়ে অংশ নিচ্ছেন। টিজার প্রকাশের মাধ্যমে শিগগিরই চমক দেখাবেন বলেও জানান অমিতাভ। ওয়েব সিরিজের পর্বগুলো থাকবে সবার জন্য উন্মুক্ত। এক সপ্তাহের মধ্যে এগুলো উন্মুক্ত হবে ইউটিউব ও ফেসবুকে। অমিতাভ রেজা বলেন, আবার আয়নাবাজি। আবার আয়না, হৃদি এবং ক্রাইম রিপোর্টার সাবের। সাড়ে তিন বছর পর আবার একসাথে হয়েছি আমরা, নিজ নিজ ঘরে বসে। এর মধ্যেই আমাদের এই এক হওয়াটা হয়তো একটু সুবাতাস। সাড়ে তিন বছর পর আয়নাবাজির এই পুনর্মিলনীর জন্য চঞ্চল চৌধুরী, নাবিলা ও পার্থ বড়ুয়াকে অনেক অনেক ধন্যবাদ। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে নির্মিত হচ্ছে আয়নাবাজি এই নতুন আয়োজন। আয়োজনে সহযোগিতা করছে অস্ট্রেলিয়া সরকার। মানুষকে সচেতন ও সাহস জোগানোর পরিকল্পনা থেকে এই ওয়েব সিরিজ তৈরির উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3b912m3
May 06, 2020 at 07:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top