কলকাতা, ০৬ মে - কিছুদিন আগেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ সংক্রান্ত ইস্যু নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি তুঙ্গে উঠেছিল। সেই রেশ না ফুরাতেই এবার শান্তি মিছিল নিয়ে নেটদুনিয়ায় আক্রমণ ও পালটা আক্রমণ শুরু হল তাদের মধ্যে। তারা হলেন বিজেপির মুখপাত্র ও আইটি সেলের প্রধান অমিত মালব্যে ও কলকাতার সাংসদ নায়িকা নুসরাত জাহান। টুইটারে তৃণমূলের শান্তি মিছিলের একটি ছবি পোস্ট করেছেন অমিত। সেখানে তিনি তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়ে লিখেছেন, শতাধিক মানুষকে নিয়ে শান্তি মিছিল করছেন তৃণমূলের স্থানীয় নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে শান্তির জন্য ব্যাকুল, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। ঠিক তার পরই বসিরহাটের সাংসদ নুসরাত জাহান কড়া জবাব দেন অমিতকে। তিনিও একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে গুজরাট ও হরিয়ানার দুটি জায়গার ভিডিও দেখা যায়। দুই জায়গাতেই বহু লোকের জমায়েত দেখা গেছে। এই দুই রাজ্যই বিজেপি শাসিত। সরাসরি অমিত মালব্যের বিরুদ্ধে তোপ না দাগলেও নুসরাত ইশারায় বুঝিয়ে দিয়েছেন, এই দুই রাজ্যেও নিয়ম না মেনে জমায়েত করা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গকে নিশানা করা তার সাজে না। তবে এর পরিপ্রেক্ষিতে এখনও মুখ খুলেননি অমিত মালব্য। এন এইচ, ০৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3fqEhgI
May 06, 2020 at 07:38AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন