সাইক্লোন আম্পান ও কালবৈশাখী ঝড়ে আমের ক্ষতি নিরূপণে এমপি জেসি’র মতবিনিময়

সুপার সাইক্লোন আম্পান ও কালবৈশাখী ঝড়ে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আমের ক্ষয়ক্ষতি বিষয়ে অবগত হতে সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি আম বাগান পরিদর্শন ও আম গবেষণা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড সংলগ্ন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে গিয়ে সংসদ সদস্য কেন্দ্রের বিভিন্ন বাগান ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নজরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, মনিরুজ্জামান সুইট।
পরে গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে কর্মকর্তারা সাইক্লোন আম্পান ও সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে চাঁপাইনবাবগঞ্জের আমের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। এতে আমচাষীদের বরাত দিয়ে জানানো হয়, আম্পান ও কালবৈশাখী ঝড়ে জেলায় ২০ থেকে ২৫ ভাগ আম ঝরে পড়েছে। টাকার অংকে ক্ষতির পরিমাণ প্রায় ৬৩ কোটি টাকা।
মতবিনিময়কালে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের গবেষণাকর্মসহ বিভিন্ন বিষিয় নিয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৫-২০


from Chapainawabganjnews https://ift.tt/36y6iPc

May 27, 2020 at 08:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top