মুম্বাই, ২৪ মে - ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত পশ্চিম্বঙ্গের নানা শহর। এর ভয়াল থাবার চিহ্ন পড়ে আছে এখানে ওখানে। কলকাতায় ঘূর্নিঝড়ের শিকার হয়ে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে রাজ্যের সে কথা বলার অপেক্ষা রাখে না। এদিকে কলকাতার এহেন অবস্থায় বেদনায় ভেঙে পড়েছেন শহরটির শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করা বলিউড বাদশা শাহরুখ। পশ্চিমবঙ্গ ও ওডিশার বিপর্যয়ে সমবেদনা তিনি। বাংলার চারদিকে জল, বিদ্যুত্, মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য হাহাকার৷ এ অবস্থা নিয়ে শুক্রবার টুইটারে শাহরুখ লিখেছেন, বিধ্বংসী সাইক্লোন আম্ফানে বিপর্যস্ত বাংলা ও ওডিশা৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক৷ সাইক্লোন কবলিত মানুষগুলোর প্রতি আমার ভালোবাসা ও সমবেদনা৷ তিনি আরও লেখেন, ধ্বংসের এই খবর আমার বুকটা ফাঁকা করে দিয়েছে৷ তারা প্রত্যেকে আমার আপন৷ আমার পরিবারের মতো৷ যতক্ষণ আমরা সবাই মিলে আবার হেসে উঠছি, ততক্ষণ আমাদের শক্ত থাকতে হবে এই কঠিন সময়ে৷ ঘূর্ণিঝড় আম্ফান পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা তছনছ করে দিয়েছে৷ এ দিন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল হেলিকপ্টারে পরিদর্শন করেছেন সাইক্লোন কবলিত এলাকা৷ প্রধানমন্ত্রী ১ হাজার কোটি টাকার কেন্দ্রীয় সাহায্যেরও ঘোষণা করেছেন৷ এন এইচ, ২৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WWHI7n
May 24, 2020 at 05:09AM
24 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top