ঢাকা, ২৪ মে - আর মাত্র একদিন পরই ঈদ। গত বছরগুলোতে রোজার মাঝামাঝি সময় থেকেই মিডিয়ায় পড়ে যেত সাজ সাজ রব। জনপ্রিয়, উদীয়মান শিল্পীদের নতুন নতুন গান প্রকাশের মধ্য দিয়ে জমে উঠতো ঈদের বাজার। এবার করোনাভাইরাসের প্রভাবের কারণে একেবারে ভিন্নভাবেই পালিত হচ্ছে ঈদ। এর মধ্যেই বেশকিছু প্রযোজনা সংস্থা দর্শক-শ্রোতাদের কথা মাথায় রেখে প্রকাশ করছে নতুন নতুন গান। তারই ধারাবাহিকতায় প্রযোজনা সংস্থা রূপকথা মিউজিকের ব্যানারে চাঁদ রাতে মুক্ত হচ্ছে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় শিল্পী শাওন গানওয়ালার নতুন গান ঈদ মোবারক ঈদ। এনামুল কবির সুজনের কথায় ঈদ মোবারক ঈদ শিরোনামের এই গানটির সুর সংগীত করেছেন ইশরাক হোসাইন। নিজের এই নতুন গান নিয়ে শাওন গানওয়ালা বললেন, ছোটবেলা থেকেই ঈদ মানেই আনন্দ এটাই বুঝে এসেছি, দেখে এসেছি। কিন্তু এবার যে ঈদ হতে যাচ্ছে তা কোনো দিন কল্পনাও করিনি। স্রষ্টার কাছে প্রার্থনা আমাদের সেই চিরচেনা ঈদ আবার ফিরে আসুক আমাদের জীবনে। এবারের ঈদে সুজন ভাইয়ের কথায় ইশরাক হোসাইনের সুর ও সংগীতে চাঁদ রাতের জন্য নতুন গানটি গেয়েছি। আশা করছি এই পরিবেশে আমার এই গাওয়া গানটি খানিক সময়ের জন্য হলেও সবার মনে ঈদের আমেজ ছড়িয়ে দিতে পারবে। গানটির প্রযোজনা সংস্থা রূপকথা মিউজিকের কর্ণধার ও গানটির গীতিকার এনামুল কবির সুজন বললেন, করোনাকালীন এই সময়ে ঈদটা একটু ভালো লাগার সাথে যেন কাটে সে কারণেই আমাদের এ প্রয়াস। আমরা আশা করছি গানটি সবাইকে খানিকটা হলেও স্বস্তি দেবে। গানটি চাঁদ রাতে রূপকথা মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানান শাওন। এন এইচ, ২৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36xPPL6
May 24, 2020 at 05:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top