সিডনি, ২৭ মে- বিরাট কোহলি নাকি স্টিভ স্মিথ? দুই ব্যাটসম্যানের মধ্যে কে এগিয়ে? ইনস্টাগ্রাম লাইভে ব্রেট লির কাছে জানতে চেয়েছিলেন জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার ও অধুনা ধারাভাষ্যকার পমি বাঙ্গোয়া। উত্তরে স্টিভ স্মিথকে এগিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার এ সাবেক পেসার। ব্রেট লি বলেন, এই দুজনের মধ্যে কোনো একজনকে বেছে নেওয়া কঠিন। দুজনের মধ্যেই এমন অনেক গুণ আছে যা উপভোগ করি। বোলারের দৃষ্টিকোণ থেকে আমি দেখার চেষ্টা করি যে দুজনের মধ্যে কোনো খুঁত রয়েছে কি না, যা কাজে লাগানো সম্ভব। কিন্তু তা খুবই সামান্য। ওরা দুজনে আলাদা ধরনের ব্যাটসম্যান। কোহলি টেকনিকের দিক দিয়ে জমাট। ভি-তে খেলে। কয়েক বছর আগে খোঁচা দিয়ে আউট হওয়ার প্রবণতা ছিল। কিন্তু এখন সেই সমস্যা ঠিক করে নিয়েছে। খুব একটা খোঁচা দিয়ে আউট হয় না এখন। এখন অনেক ডিসিপ্লিনড। ও মারাত্মক ফিট, দুর্দান্ত নেতা। কোহলি নিশ্চিত ভাবেই সেরাদের মধ্যে থাকবে। উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বল-বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়ায় এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন স্টিভ স্মিথ। নির্বাসন কাটিয়ে তিনি ফিরেই দেখিয়েছেন দুরন্ত ধারাবাহিকতা। অ্যাশেজে চার টেস্টে করেছেন ৭৭৪ রান। ব্রেট লি বলেন, গত কয়েক বছরে নানা ঝামেলার মধ্যে দিয়ে চলতে হয়েছে তাঁকে(স্টিভ স্মিথ)। তার পরও গত ১২ মাসে ক্রমাগত রান করে তারকা ভাবমূর্তি ফের অর্জন করেছে। ও ব্যাটসম্যান হিসেবে খুব ফ্ল্যামবয়েন্ট। বড্ড অস্থির দেখায়। কিন্তু সেটাই ওকে ব্যাটসম্যান হিসেবে এই জায়গায় এনে দিয়েছে। বেছে নিতে হলে এই মুহূর্তে আমি স্মিভের কথাই বলব। তার কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে, তা কঠিন ছিল। তিনি আরো বলেন, আগামীকাল এই প্রশ্ন জিজ্ঞাসা করলে হয়তো কোহলির নাম বলব। আসলে দুজনের মধ্যে কোনো একজনকে বেছে নেওয়া খুব কঠিন। দুজনেই গ্রেট। তবে স্মিথ চেষ্টা করলে ডন ব্র্যাডম্যানের মতো হয়ে উঠতে পারে। এখনও এটা সম্ভব। কিছু সময় ক্রিকেটের বাইরে ছিল ও। কিন্তু ওর যা পরিসংখ্যান, তাতে ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা এসে পড়ছে। সূত্র: কালের কণ্ঠ আর/০৮:১৪/২৭ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XBfY7w
May 27, 2020 at 12:02PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন