মুম্বাই, ০১ মে - কাপুর পরিবারের সঙ্গে বেশ কয়েকবার দ্বন্দ্বে জড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। শত্রুতা ভুলে কখনো মিলে গেছেন। আবারও নতুন করে ঝামেলা তৈরি হয়েছে । এভাবেই নানা জটিলতায় জড়ানো ছিলো ঋষি কাপুর ও সালমানের সম্পর্ক। ঋষির কাপুরের মৃত্যুর সংবাদটা তাই একটু বেশিই নাড়া দিয়েছে সাল্লু ভাইকে। নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। এই অভিনেতার প্রতি শোক জানিয়েছেন ও ক্ষমা চেয়েছেন সালমান। ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুরকে একবার চড় মেরেছিলেন সালমান। যদিও পরে সবকিছু ঠিক করে সাওয়ারিয়া ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। বছর দুয়েক আগে সোনম কাপুর ও আনন্দ আহুজার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের সময় স্ত্রী ও সন্তানকে নিয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সালমান খানের ছোট ভাই সোহেল খান। কিন্তু তাদের নাকি পাত্তাই দেননি সোনম। এর জন্য ঋষি কাপুরকে দায়ী করেছিলেন সালমান! এসব মনে রেখে লাভ নেই। তাই ক্ষমা চেয়ে সালমান খান টুইটারে লিখেছেন, শান্তিতে থাকুন চিন্টু স্যার। পেছনের সবকিছুর জন্য ক্ষমা করে দেবেন। এন এইচ, ০১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SmTGEK
May 01, 2020 at 06:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top