মুম্বাই, ০১ মে - দুই খানের বন্ধুত্বের খবর বলিউড জানে। সদ্য প্রয়াত ইরফান খানের প্রতি অন্যরকম ভালোবাসা ছিলো বলিউড বাদশা শাহরুখ খানের। দুজনের অনেক সুন্দর সময় কেটেছে। বিল্লু বারবার নামের একটি ছবিতে অভিনয়ও করেছেন তারা। যেখানে তাদের চরিত্র বন্ধুত্বের। সেই ছবি আলোচনা ও প্রশংসা দুইই পেয়েছিলো। ইরফান খান হেরে গেলেন ক্যান্সারের কাছে। মাত্র ৫৪ বছর বয়সেই বিদায় নিলেন পৃথিবী থেকে। তার শোকে কাতর বলিউড তথা ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি। ইরফানের বিদেহি আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহরুখ খানও শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার বন্ধু, উৎসাহ, আমাদের সময়ের অন্যতম সেরা অভিনেতা। আল্লাহ তোমার আত্মাকে শান্তিতে রাখুন ইরফান ভাই...! তোমাকে খুব মিস করবো। তুমি ছিলে জীবনের অংশ হয়ে। এদিকে জানা গেছে, যখন ইরফান খানের শরীরে ক্যান্সার ধরা পড়ে তখন শাহরুখকে ফোনে ডেকেছিলেন তিনি। তার স্ত্রী সুতপা শাহরুখকে কল দিয়ে বলেন, তাকে দেখতে চেয়েছেন ইরফান। সেই ডাক পেয়েই ছুটে গিয়েছিলেন শাহরুখ। দুই খান মিলে দুই ঘণ্টা আড্ডা মেরেছিলেন। বন্ধু ইরফানকে শাহরুখ সাহস দিয়েছিলেন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের। শুধু তাই চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া বন্ধুর হাতে তুলে দিয়েছিলেন নিজের বাংলোর চাবি। শাহরুখ চেয়েছিলেন বিদেশে যেন বন্ধুর থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয়। প্রথমে আত্মসম্মানবোধ সম্পর্কে সচেতন ইরফান চাবি নিতে চাননি। শাহরুখের অনুরোধ আর নিজের স্ত্রী সুতপার সমর্থনে চাবি নিয়েছিলেন ইরফান। সেই প্রাণপ্রিয় বন্ধুকে হারিয়ে আজ শোকাহত শাহরুখ। প্রসঙ্গত, কোলনে ইনফেকশন নিয়ে গত ২৮ এপ্রিল রাতে হাসপাতালে ভর্তি হন ইরফান খান। এ যাত্রায় আর বাড়ি ফেরা হয়নি তার৷ ২৯ এপ্রিল পৃথিবীর মায়া কাটিয়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3f6v3WE
May 01, 2020 at 06:50AM
01 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top