ঢাকা, ১৭ মে - বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে কি সিদ্ধান্ত নেবে বাফুফে? লিগ বাতিল করবে নাকি সমাপ্ত ঘোষণা করে শীর্ষে থাকা দলকে ট্রফি দেবে? এমন জটিলতায় এএফসির গাইডলাইন চেয়েছিল বাফুফে। রোববার বেলা ২টায় সে গাইডলাইন নিয়ে জরুরি সভায় বসছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেছিলেন, এএফসির গাইডলাইনের বাইরে তারা যাবেন না। এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থা শনিবার তাদের মতামত জানিয়ে দিয়েছে বাফুফেকে। এএফসি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে। শুধু বলেছে, তোমরা যে সিদ্ধান্ত নাও, তা দ্রুত জানিয়ে দাও আমাদের। বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেছেন, এএফসির বক্তব্য হলো, এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। ভারতও লিগের ইতি টেনেছে। এখন তোমরা যেটা ভালো মনে কর, সেই সিদ্ধান্ত নিতে পারো। বাফুফে যে সিদ্ধান্ত নেয় তা দ্রুতই জানিয়ে দিতে হবে এএফসিকে। তারপর এএফসির সভায় এ বিষয়গুলো নিয়ে আলোচনা করবে তারা। ক্লাবগুলো এবারের লিগটা আর খেলতে চায় না। তাই বাফুফের সামনে দুটি পথ। এক. লিগ বাতিল করে দেয়া এবং দুই. লিগ সমাপ্ত ঘোষণা করে চ্যাম্পিয়ন নির্ধারণ করা। এ নিয়ে এএফসির কোনো বাধ্যবাধকতা নেই। হিসেব পরিষ্কার- বাফুফে লিগ বাতিল করলে ২০২১ সালের এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধি থাকবে শুরু ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সে ক্ষেত্রে বাংলাদেশের একটি কোটা নষ্ট হবে এএফসি কাপের। আর লিগ সমাপ্ত ঘোষণা করলে দুটি দল খেলতে পারবে এএফসি কাপে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zOiaQI
May 17, 2020 at 05:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন