ঢাকা, ১৫ মে - ধরেই নেয়া যায়, বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বাদশ আসরের শেষ ম্যাচটা হয়ে গেছে। লিগ বাতিল কিংবা সমাপ্ত যেকোন একটি ঘোষণা শোনার অপেক্ষা। আগামী রোববার সেই ঘোষণা আসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জরুরি সভা থেকে। এখন ১৭ মের দিকে তাকিয়ে ক্লাব, খেলোয়াড়সহ দেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত সবাই। লিগ সমাপ্ত না কি বাতিল?- এ নিয়ে মাথাব্যথা নেই বেশিরভাগ ক্লাবের। লিগ না হলেই তারা ছাড়বে স্বস্তির নিশ্বাস। যে দলগুলো আছে চ্যাম্পিয়ন ফাইটে তাদের সামনেই বড় প্রশ্ন, লিগ বাতিল নাকি সমাপ্ত? এটা কাঁচের মতো পরিস্কার যে, আবাহনী চাইবে লিগটা সমাপ্ত ঘোষণা করা হোক। তাতে তাদের ঘরে উঠবে ট্রফি। নিশ্চয়ই এই সিদ্ধান্ত মানতে চাইবে না বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী এবং শেখ জামাল ধানমন্ডিসহ কয়েকটি ক্লাব। বাফুফে অবশ্য ক্লাবগুলোর দাবির চেয়ে বেশি গুরুত্ব দেবে এএফসির গাইডলাইনকে। রোববারের আগেই এএফসি জানিয়ে দেবে বাফুফেকে কী সিদ্ধান্ত নিতে হবে। ভোট সামনে, বাফুফে কোন ক্লাবকেই চটাতে চাইবে না। তাই এএফসির কোর্টে বল ঠেলে দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। বাতিল নাকি সমাপ্তি সেটা সিদ্ধান্তের বিষয়। ক্লাবগুলোর বেশিরভাগ এ লিগ নিয়ে কোন চিন্তাই করছে না। তারা বরং নতুন মৌসুম নিয়ে ভাবনা শুরু করছে। নতুন মৌসুমে দুএকটি ছাড়া বেশিরভাগ ক্লাবেরই দল গঠন করতে গলদঘর্ম হতে হবে। করোনা পরবর্তী সময়ে ক্লাবের স্পন্সররা কতটুকু সহায়তা করতে পারবে সে শঙ্কা এখনই ভর করেছে কর্মকর্তাদের মধ্যে। বাফুফেকে এখনই ঘোষণা দেয়া উচিত আগামী মৌসুমের বিষয়ে। চলমান মৌসুমের ইতি টানার পাশপাশি সেই ঘোষণাও আমরা চাই। তাহলে ক্লাবগুলো আগে থেকেই একটা প্রস্তুতি নিতে পারবে। আগামী মৌসুমে দল তৈরি করা হবে আরও কঠিন। কবে ট্রান্সফার, কবে টুর্নামেন্ট, কবে লিগ, বিদেশি কোটা- সবকিছুই এখন ঘোষণা দিলে ভালো হয়- বলছিলেন ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের ম্যানেজার আমের খান। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, রোববারের সভায় আমরা চলমান লিগ নিয়ে যেমন সিদ্ধান্ত দেবো, তেমন একটা গাইডলাইন থাকবে আগামী মৌসুমের জন্য। খেলার নির্ধারিত দিনক্ষণ ঘোষণা না করলেও, একটা ধারণা দেয়া হবে নতুন মৌসুমের সবকিছু নিয়ে। সভা থেকে এই মৌসুমের ভাগ্য যেমন নির্ধারণ যেমন হবে তেমন হবে নতুন মৌসুমের দিক নির্দেশনাও। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WTgQEe
May 15, 2020 at 03:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top