সিডনি, ২৮ জুন- ওয়ানডে বিশ্বকাপের এখনও পাক্কা তিন বছর বাকি। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, করোনাভাইরাসের কারণে সেটা আদৌ অনুষ্ঠিত হবে কি না তা বলা মুস্কিল। এখনও এ নিয়ে আইসিসি রয়েছে পুরোপুরি সিদ্ধান্তহীনতায়। অথচ, তিন বছর পর ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা এবং প্রস্তুতি শুরু করে দিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিরায়ক অ্যারোন ফিঞ্চ! মার্চে ক্রিকেট বন্ধ হওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই মাঠে নেই অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় কবে ক্রিকেট ফিরবে, সেটাও নিশ্চিত নয়। যদিও তারা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেট ফিরিয়ে আনার। কিন্তু অসিদের ওয়ানডে অধিনায়ক বসে নেই। তিনি খেলা নিয়ে ঠিকই চিন্তা-ভাবনার মধ্যে রয়েছেন। ২০২৩ বিশ্বকাপে ভারতের মাটি থেকে যেন আবারও বিশ্বকাপ ট্রফিটা পুনরুদ্ধার করে নিয়ে আসতে পারেন, সে পরিকল্পনাই শুরু করেছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক। ২০২১ সালেও ভারতে মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আরেকটি বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসর অনুষ্ঠিত না হলে, পরের আসর হয়তো বা ঠিকই অনুষ্ঠিত হবে। তবে অ্যারোন ফিঞ্চের ভাবনায় শুধুই ২০২৩ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ফিঞ্চ বলেন, আমি হলাম পেশাদার ক্রিকেট পাগল। সুতরাং, এমন হলে তো আপনাকে নিয়মিতই এটা নিয়ে চিন্তা করা উচিৎ। বিশেষ করে একজন অধিনায়ক হিসেবে তো আরও বেশি প্রয়োজন। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তা করে লাভ নেই। এটা অনুষ্ঠিত হলে তখন তা নিয়ে চিন্তা করা যাবে। কিন্তু আমি সবচেয়ে বেশি চিন্তা করছি, ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে। অস্ট্রেলিয়া অধিনায়ক ফিঞ্চ বলেন, আমরা এখন থেকেই পরিকল্পনা শুরু করেছি, কিভাবে ২০২৩ সালে সাফল্য তুলে আনা যায়। দুটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে বিশ্বকাপ সামনে। এই তিনটি বিশ্বকাপ কিভাবে আমাদের জন্য আরও সাফল্যমন্ডিত করে তোলা যায়, সে পরিকল্পনা এখন থেকেই শুরু করে দিয়েছি আমরা। ফিঞ্চ মনে করেন, যেহেতু ২০২৩ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। সে কারণে এখনই যদি পরিকল্পনা করে কি কি করা প্রয়োজন সে অনুযায়ী কাজ করা হয়, তাহলেই কেবল সাফল্য অর্জন করা সম্ভব। কি কি প্রয়োজন? সেটাও জানিয়ে দিলেন ফিঞ্চ। তিনি বলেন, ভারতে খেলতে গেলে অন্তত দুজন করে স্পিনার প্রয়োজন। একজন এক্সট্রা অলরাউন্ডার প্রয়োজন। সেখানকার পরিস্থিতিতে কি ধরনের কাজ করতে হবে, তা এখন থেকেই শুরু করা প্রয়োজন। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NCn3Ak
June 27, 2020 at 10:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top