লন্ডন, ২৮ জুন- মহামারি করোনাভাইরাস শুরুর পর থেকেই হোম আইসোলেশনে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। লন্ডনের বেক্সলের নিজ বাড়িতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে সময় কাটাতেন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতেন না। তবে এখন হাঁটার জন্য ও পার্কে ঘুরতে বের হওয়ার সুযোগ পাচ্ছেন জেমি ডে। শনিবার রাতে লন্ডন থেকে জেমি ডে বলছিলেন, সরকার এখন আমাদের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে পরিবারের মানুষ ছাড়া অন্যদের থেকে কমপক্ষে ২ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে হাঁটতে বা পার্কে ঘুরতে যাই। তবে কোনো শপিংমল বা দোকানে যাই না। দীর্ঘ সময় বাসায় কাটানোর পর পরিবারের সদস্যদের নিয়ে বাইরে হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি করতে যাওয়ার সুযোগ পাওয়াটাকে বন্দিদশা থেকে মুক্তির সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশের কোচ। তার ভাষায়, খুব ভালো লাগে বাইরে গেলে, পার্কে হাঁটাহাঁটি করলে। যেন মুক্ত হলাম। আশা করছি দ্রুত ভাইরাসমুক্ত হবে দেশ এবং ফিরতে পারবো স্বাভাবিক জীবনে। জেমি ডে তৃতীয়বারের মতো বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ১৬ আগস্ট থেকে তিনি দুই বছরের জন্য আবার দায়িত্ব নেবেন জামাল ভূঁইয়াদের। মধ্য আগস্টে ঢাকায় আসবেন। ওই মাসের তৃতীয় সপ্তাহে শুরু করবেন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি চার ম্যাচের প্রস্তুতি। এখন তিনি কাগজ-কলমে কোচ না হলেও কোচের দায়িত্ব পালন করে যাচ্ছেন। লন্ডন থেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখার পরামর্শ দিচ্ছেন। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dDKCDn
June 27, 2020 at 09:56PM
28 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top