কলকাতা, ২৭ জুন - বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার মমতা জানান, রাজ্যে যে কয়েকটি জায়গায় লকডাউন জারি হয়েছে, সেই এলাকা সমেত গোটা রাজ্যেই নাইট কার্ফুতে শিথিলতা আনা হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৫টার বদলে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। এদিকে, সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে গোটা দেশে। বাংলাও ব্যতিক্রম নয়। রাজ্যের একাধিক জায়গায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ছে। তাই লকডাউন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় মমতা সরকার। ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। মূলত কনটেনমেন্ট জোনে এই লকডাউন জারি থাকবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে নিয়মের শিথিলতাও থাকবে। জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত নাইট কার্ফুর সময়সীমা বলবৎ থাকবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজনৈতিক দলগুলি এখন কোনওবাবেই মিছিল করতে পারবে না। তবে কিছু দল সেই নির্দেশ মানছে না। নিয়ম ভেঙে আটক হতেই তাঁরা সরব হচ্ছেন যে কেন তাঁদের আটকানো হচ্ছে, উস্কানিমূলক মন্তব্য করছেন। মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে কীভাবে তা ব্যবহার করতে হবে, সেটা জানা জরুরি। ২১ জুলাই শহিদ দিবসের মিছিল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মমতা বলেন রাজ্যের কোথাও শহিদ দিবস উপলক্ষে কোনও মিছিল হবে না। এদিন কলকাতায় মেট্রো চলাচল নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। নিয়ম মানলে কলকাতা মেট্রো চলাচলে ছাড় দিতে পারে রাজ্য সরকার। আজ শুক্রবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে, মেট্রো চলাচলের বিষয়ে ছাড় দেওয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে আগামী ১ জুলাই থেকে যে মেট্রো ফের একবার চলতে পারে সেই বিষয়েই ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিন নবান্নে মমতা বলেন, কলকাতা মেট্রোর সঙ্গে কথা বলছে রাজ্য সরকার। মেট্রোয় যতগুলি আসন ততগুলি আসনে যাত্রী নিয়েই চলাচল শুরু করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, মেট্রোর আসনগুলি যাতে ভালোভাবে স্যানিটাইজ করা হয় সে বিষয়েও কলকাতা মেট্রোকে নজর দিতে বলা হয়েছে, জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই পদ্ধতি মানলে কলকাতায় মেট্রো চলতে পারে। তাহলে ১ জুলাই থেকে মেট্রো চলতে পারে। তবে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ বৈঠক করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুত্র : কলকাতা ২৪x৭ এন এ/ ২৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2B5wpSz
June 27, 2020 at 07:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top