সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান বেঞ্জু মারা গেছেন

সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠানপাড়ার বাসিন্দা মাহফুজুর রহমান বেঞ্জু মারা গেছেন। শুক্রবার দিবগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকায় তার মেয়ের বাড়িতে মারা যান এই রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।
মহাফুজুর রহমান বেঞ্জু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর গ্রামের সম্ভ্রান্ত মুসিলম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম মজিবুর রহমান ভাষা সৈনিক ছিলেন। তার চাচা মরহুম এ্যাড. শামসুল হক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মৃত্যুকালে মরহুম বেঞ্জুর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডলি জটিলতায় ভুগছিলেন।
শনিবার বিকেল সাড়ে পাঁচটাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার খাল ঈদগাহ ময়দানে নামাজে জানাজ শেষে খালঘাট গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
মাহফুজুর রহমান বেঞ্জু ৮০ ও ৯০’র দশকে রাজশাহী মহানগরে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তিনি খালঘাট গোরস্থান কমিটি ও পাঠানপাড়া মসজিদ মাদ্রাসা কমিটির সঙ্গেও যুক্ত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৬-২০


from Chapainawabganjnews https://ift.tt/3eGxzST

June 27, 2020 at 01:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top