সিডনি, ১৮ জুন- মহাসংকটে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। করোনার কারণে একের পর এক কর্মী ছাঁটাই করেও আলোর পথ খুঁজে পাচ্ছে না তারা। এর আগে বোর্ডের ৮০ ভাগ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এবার খরচ আরও কমাতে ব্যাটিং কোচ গ্রায়েম হিকসহ ৪০ জন কর্মীকে ছাঁটাই করেছে সিএ। তার আগে বিদায় করে দেয়া হয়েছে সিএর প্রধান নির্বাহী কেভিন রবার্টসকে। রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বোর্ড সদস্যদের তোপের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়া এ দলের আন্তর্জাতিক সফরগুলো স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। যা করলে প্রতি বছর ৪০ মিলিয়ন ডলারের মতো খরচ বাঁচাতে পারবে সিএ। সবমিলিয়ে এখন বিরাট এক বিপর্যয়ের মুখে অস্ট্রেলিয়ার ক্রিকেট। তবে এতকিছুর পরও সবাই ঐক্যবদ্ধ থাকলে এমন বিপর্যয় কাটিয়ে মিরাকলের দেখা পাওয়া যাবে বলে আশা হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের। ল্যাঙ্গার বলেন, সবাই একই পথে চলতে পারলে জোরালভাবে এগোনো যাবে। আমরা মিরাকল সৃষ্টি করতে পারব। কিন্তু যদি বিভক্ত হয়ে যায়, তবে একই দিকে চলতে পারব না। এটা সর্বনাশা ব্যাপার হবে। আমি খুবই আশাবাদি, সবাই একসঙ্গে চলতে পারব। টাকা বাঁচাতে এখন এমন কোনো পথ নেই, যা খুঁজে বেড়াচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই ২০১৩ সাল থেকে বোর্ডের সঙ্গে যুক্ত আছেন গ্রায়েম হিক। ২০১৬ সাল তিনি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে। ভীষণ দায়িত্বশীল এই মানুষটাও চাকরি বাঁচাতে পারলেন না। হিকের জন্য খারাপ লাগছে ল্যাঙ্গারের। অস্ট্রেলিয়া দলের হেড কোচ বলেন, গ্রায়েম হিকের চেয়ে স্বচ্ছ মানুষ আপনি পাবেন না। তার নৈতিকতাবোধ অবিশ্বাস্য। খেলাটায় তার জ্ঞানও অবিশ্বাস্য ধরনের। তাই সিদ্ধান্তটা আসলেই খুব কঠিন ছিল। ল্যাঙ্গার যোগ করেন, কিন্তু এতে তো তার কিছু করার নেই। এটা পুরোটাই খরচ কমানোর ব্যাপার। আমরা কোভিড পরিস্থিতির কারণেই এমন করতে বাধ্য হয়েছি। তবে কোচিং স্টাফের সদস্য কমে গেলেও খেলোয়াড়রা সুযোগ সুবিধা কম পাবেন, মানতে নারাজ ল্যাঙ্গার। তিনি বলেন, নিশ্চিতভাবেই কম স্টাফ নিয়ে আমাদের চলতে হবে। তবে ছেলেরা দারুণ সমর্থন পাবে। আমরা মানিয়ে নিতে পারব। যতটুকু সেবা পাওয়া দরকার খেলোয়াড়রা পাবে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৮ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2BfkFMR
June 18, 2020 at 07:24PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন