কাবুল, ১৮ জুন- সারা পৃথিবীতে এখন চরম দুঃসময় চলছে। এর মাঝেই সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে ফেললেন আফগান স্পিনার রশিদ খান। গত ১২ জুন অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছিলেন রশিদ। তার টুইট দেখে ভক্ত-সমর্থকরাও রত্নগর্ভা মায়ের জন্য প্রার্থনা করছিলেন। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রশিদ খানের মা অনন্তলোকে পাড়ি জমান। তাঁর মৃত্যুতে আফগানিস্তানের ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মায়ের মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন আফগানের এই সেরা ক্রিকেটার। তিনি লিখেছেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার মা মারা গিয়েছেন। আমি আর কখনোই তাঁর দোয়া ও শুভ কামনা পাব না। আমি এবং আমার পরিবার অনেক খারাপ ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দয়া করে আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাঁর আত্মাকে শান্তিতে রাখুন। করোনাভাইরাসের কারণে বর্তমানে ক্রিকেট বন্ধ আছে। থেকে দূরে রয়েছেন রশিদ। গত বছরের এই দিনে ইংল্যান্ডের বিপক্ষে খেলছিলেন রশিদ। দিনভর চলছিল তার সেই ম্যাচের স্মৃতিচারণ। তার মাঝেই এলো এই চরম দুঃসংবাদ। বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার বলা হয় রশিদকে। ২১ বছর বয়সের মধ্যেই আফগানিস্তানের হয়ে টেস্টে নেতৃত্ব দিয়ে জয়ের রেকর্ডও গড়েছেন তিনি। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/১৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/317j7Q7
June 18, 2020 at 08:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top