ঢাকা, ১২ জুন- গতবছর অক্টোবরে কলকাতায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ ফুটবল দল। অধিনায়ক জামাল ভূঁইয়া ছিলেন দলের প্রাণভোমরা। তার অধীনে ভারতের মাটিতেই ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। শেষ মুহূর্তে গোল করে ম্যাচ ড্র করে স্বাগতিক দল। সে ম্যাচ থেকেই জামাল ভূঁইয়ার ওপর চোখ পড়ে ভারতীয় ফুটবল সংগঠকদের। আই লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলার প্রস্তাব তখন থেকেই পেতে থাকেন বাংলাদেশ অধিনায়ক। সেই প্রস্তাবগুলো এখন আরও বড় আকারে বাংলাদেশ অধিনায়কের কাছে। আইএসএল-এর নতুন দল উড়িষ্যা ফুটবল ক্লাবের সাথে জামাল ভূঁইয়ার এজেন্টের বেশ আলোচনা চলছে- এমনটাই দাবি করেছে ফুটবলের দলবদল সম্পর্কিত ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট ডটকম। সূত্র অনুযায়ী জামাল ভূঁইয়া নিজেও ভারতের এই জমজমাট লিগে খেলতে আগ্রহী। দুইয়ে-দুইয়ে চার মিলে গেলেই পরের মৌসুমে ভারতের ঘরোয়া ফুটবলে খেলতে দেখা যাবে বাংলাদেশ অধিনায়ককে। যিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিংয়ের ফুটবলার। জামাল ভূঁইয়ার এজেন্ট ট্রান্সফার মার্কেট ডট কমে জানিয়েছেন, আলোচনা এখন খুবই প্রাথমিক পর্যায়ে। ক্লাবটির অফিসিয়ালরা জানিয়েছে তারা এখনও তাদের কোচ চূড়ান্ত করেনি। কোচ নিয়োগ হলে আমরা আলোচনা আরও এগিয়ে নিতে পারব। আমরা অবশ্য নর্থ-ইস্ট ইউনাইটেড ও কেরালা ব্লাস্টার্স-এর সঙ্গেও আলোচনা করেছি। এফসি গোয়ার সঙ্গেও কথা হয়েছিল। তবে তাদের ঐ পজিশনে খেলোয়াড় ঠিক হয়ে আছে। জামাল ভূঁইয়া যদি আইএসএল-এর কোন ক্লাবে নাম লেখান, তাহলে তিনি হবেন এ টুর্নামেন্টে খেলা দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার। এর আগে টুর্নামেন্টের প্রথম আসরে সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম অ্যাটলেটিকো ডি কলকাতায় যোগ দিয়েছিলেন। তবে জামাল ভূঁইয়াকে প্রস্তাব দেয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন উড়িষ্যার এক অফিসিয়াল। রোহান শর্মা নামের ক্লাবের এক পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, এটা পুরোপুরি বাজে কথা। জামালের এজেন্ট উড়ো খবর তৈরির চেষ্টা করছে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১২ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UFwqmK
June 12, 2020 at 11:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন