মুম্বাই, ১২ জুন- ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ কুড়ি ওভারের টি-টোয়েন্টি ক্রিকেট। মাত্র ১২০ বলে এই ক্রিকেটেই এখন একজন ব্যাটসম্যানের সেঞ্চুরি হচ্ছে হরহামেশা। শুধু সেঞ্চুরিই নয়, স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ বা তার বেশি রানের ব্যক্তিগত ইনিংসই রয়েছে মোট ১২টি। টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক ক্রিস গেইল। ২০১৩ সালের আইপিএলে এক ম্যাচেই ১৭৫ রান করেছিলেন তিনি। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৭২ রানের ইনিংস রয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের। কুড়ি ওভারে সেঞ্চুরি যখন মামুলি বিষয় হয়ে গেছে, তখন আলোচনায় চলে এসেছে টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরির। আর সে আলোচনায় এবার ভারতীয় ওপেনার রোহিত শর্মাকেই এগিয়ে রাখলেন দেশটির সাবেক মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ। ২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজের সেই বিখ্যাত ফাইনাল জেতানো কাইফের মতে, বিশ ওভারে কেউ সেঞ্চুরি করতে পারলে সেটি অবশ্যই হবেন রোহিত শর্মা। কেননা নিজের ইনিংসে লাগাতার স্ট্রাইকরেট বাড়াতেই থাকেন রোহিত। তাই কাজটি কঠিন হলেও, রোহিত পারবেন বলে বিশ্বাস কাইফের। ভারতীয় যুব দলের অধিনায়ক প্রিয়ম গার্গের সঙ্গে এক আড্ডায় এ বিষয়ে জিজ্ঞেস করা হলে কাইফ বলেছেন, রোহিত শর্মার এই সামর্থ্য (টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি) আছে। কারণ ব্যাটিংয়ের সময় তার স্ট্রাইকরেট ক্রমাগত বাড়তে থাকে। শুরুতে একটু ধীরে খেলে, তবে সেঞ্চুরি করার পর ২৫০-৩০০ স্ট্রাইকরেট হয়ে যায়। যদিও কাজটা অনেক কঠিন, তবে রোহিত এটা করতে পারবে। কাইফের এমন মন্তব্য উড়িয়ে দেয়ার সুযোগ নেই। কেননা ওয়ানডে ক্রিকেটের তিন ডাবল সেঞ্চুরির মালিক রোহিত, এরই মধ্যে কুড়ি ওভারের ক্রিকেটে হাঁকিয়েছেন ৬টি সেঞ্চুরি। শুধু তাই নয়, ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে মাত্র ৪৩ বলে ১১৮ রান করেছিলেন রোহিত। সেদিন তিনি আউট হয়ে যান মাত্র ১৩তম ওভারে। তখনও ইনিংসের বাকি ছিল ৪৪টি বল। আউট না হলে সেদিনই হয়তো অবিশ্বাস্য কিছু করে ফেলতেন রোহিত। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১২ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MOUeQv
June 12, 2020 at 11:07AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.