ঢাকা, ১১ জুন- ছোট পর্দার সুপারস্টার বলা হয় জিয়াউল ফারুক অপূর্বকে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। তাঁর একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশও এখন সুপারস্টার। তবে স্টার কিড হিসেবে নয়, অভিনয়ের গুণেই। একটি মাত্র নাটকে কাজ করেই সুপারস্টার বনে গেছেন আয়াশ। ২০১৮ সালের ঈদুল আজহায় শিহাব শাহীন পরিচালিত বিনি সুতোর টানে শিরোনামের একটি নাটকে প্রথমবার অভিনয় করেছিলেন পিতা-পুত্র। তখন আয়াশের বয়স ছিলো মাত্র ৪ বছর। সে সময়ই নাটকটি নিয়ে এমনও আলোচনা হয়েছিলো, অভিনয়ে অপূর্বকে ছাড়িয়ে গেছে পুত্র আয়াশ। মুক্তির দুই বছর পর সম্প্রতি নাটকটি ১ কোটি দর্শক দেখেছেন ইউটিউবে। যা দেশের সবচেয়ে দীর্ঘ সিঙ্গেল নাটক হিসাবে এই মাইলফলক স্পর্শ করলো। এতদিন বাবার অনেক নাটক ১ কোটি দর্শক দেখার মাইলফলক ছুঁলেও পুত্রের প্রথম নাটকেই এই মাইলফলক। পুত্রের এমন অর্জন প্রসঙ্গে অপূর্ব বলেন, আয়াশ তার প্রথম কাজেই সবার এত ভালোবাসা পেয়েছে যা সত্যি অভাবনীয়। এ কাজটা আমার কাছে অনেক প্রিয় হয়ে থাকবে সবসময়। প্রথম কাজে আয়াশের এমন অর্জনে আমি অনেক খুশি। বিনি সুতোর টানের পুরো দলকে অভিনন্দন। সবাই দোয়া করবেন আয়াশের জন্য। এম এন / ১১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UzV7kn
June 11, 2020 at 02:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন