ঢাকা, ০৭ জুন - বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের স্থগিত ম্যাচগুলো কবে হতে পারে, তা নিয়ে দুইদিন আগেও অন্ধকারে ছিল দেশগুলো। কিন্তু ফিফার গাইডলাইন অনুসারে এএফসি ম্যাচগুলোর তারিখ পুনরায় নির্ধারণ করায় এখন নড়েচড়ে বসতে শুরু করবে দেশগুলো। যদিও বাংলাদেশ গ্রুপের শীর্ষ দল এবং ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার তাদের প্রস্তুতির শিডিউল ঘোষণা করেছে তিনদিন আগেই। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কোচশূন্য। কারণ, আগামী চার মাস জাতীয় দলের কার্যক্রম থাকবে না ধরেই বাফুফে ইংলিশ কোচ জেমি ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ১৬ আগস্ট থেকে। অর্থাৎ তিন মাস পর কোচ পাবেন জামাল ভূঁইয়ারা। এই বিরতি মেনেই চুক্তিতে রাজি হয়েছেন জেমি ডে। তবে কাগজ-কলমে তিনি এখন বাংলাদেশের কোচ না হলেও ইংল্যান্ড বসেই জাতীয় দলের খেলোয়য়াড়দের দিচ্ছেন পরামর্শ। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি ৪ ম্যাচ হবে ৮ ও ১৩ অক্টোবর এবং ১২ ও ১৭ নভেম্বর। সবকিছু ঠিকঠাক থাকলে জামাল ভূঁইয়াদের আবার মাঠে নামতে বাকি আছে ৩ মাস। তাহলে তাদের অনুশীলন শুরু হবে কবে? এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, এএফসি যেহেতু ফিফার সঙ্গে আলোচনা করেই তারিখ নির্ধারণ করেছে তাতে ধরেই নেয়া যায় নভেম্বরের মধ্যে বাছাইয়ের ম্যাচগুলো শেষ হয়ে যাবে। আমরা সেটা মাথায় রেখেই জাতীয় দলের প্রস্তুতি সংক্রান্ত কাজগুলো করে যাব। সহসাই ন্যাশনাল টিমস কমিটি সভা করে জাতীয় দলের প্রস্তুতি শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে। ই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান। বাংলাদেশ ৮ ম্যাচের ৪টি খেলেছে। নতুন শিডিউল অনুসারে বাংলাদেশ আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে সিলেটে। ১৩ অক্টোবর দোহায় খেলবে কাতারের বিপক্ষে ফিরতি ম্যাচটি। বাংলাদেশ শেষ দুটি ম্যাচ খেলবে ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিরুদ্ধে। বাছাই পর্বে বাংলাদেশ চার ম্যাচ শেষ করেছে। প্রথম ম্যাচে তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের কাছে হেরেছে ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ঢাকায় কাতারের কাছে হেরেছে ২-০ গোলে। তৃতীয় ম্যাচে কলকাতায় ভারতের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। ৪২ মিনিটে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। নিশ্চিত জয় হাতছাড়া হয় ৮৮ মিনিটে গোল খেয়ে। চতুর্থ ম্যাচে ওমানের মাটিতে তাদের কাছে হেরেছে ৪-১ গোলে। ভারত ৫ ম্যাচের মধ্যে ৩টি ড্র করেছে। ৩ পয়েন্ট নিয়ে তারা আছে ৫ দেশের মধ্যে চারে। ৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আফগানিস্তান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3h1qLRy
June 07, 2020 at 04:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top