ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়াটফোর্ডের অধিনায়ক ও ফরোয়ার্ড ট্রয় ডিনি মনে করেন, প্রতিটি ফুটবল দলেই একজন করে সমকামী ফুটবলার রয়েছে। যারা কি না নিজেদের সমকামিতা নিয়ে সরাসরি কথা বলে দ্বিধায় ভোগেন। ব্রিটিশ ক্লাব ফুটবলের ইতিহাসের এখনও পর্যন্ত একমাত্র সমকামী ফুটবলার হলেন নরউইচের সাবেক স্ট্রাইকার জাস্টিন ফাসানু। যিনি নিজ থেকেই স্বীকার করেছিলেন নিজের সমকামিতার কথা। এমন খুঁজলে আরও পাওয়া যাবে বলে বিশ্বাস ট্রয় ডিনির। বাকিদেরকেও সাহস করে নিজেদের কথা বলার ব্যাপারে উৎসাহিত করছেন ৩১ বছর বয়সী ডিনি। তিনি মনে করেন, কোন সমকামী খেলোয়াড় যদি নিজের কথা বলতে না পারে, তবে সেটা সেই খেলোয়াড়ের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। ডিনি বলেছেন, আমি অন রেকর্ডেই বলতে পারব, প্রতি ফুটবল দলেই একজন সমকামী কিংবা উভকামী ফুটবলার আছে। তারা অবশ্যই আছে, আমি শতভাগ নিশ্চিত। তিনি আরও যোগ করেন, আমি মনে করি যারা এমন আছে, তারা কেউই প্রথম ব্যক্তি হিসেবে এটি স্বীকার করতে সাহস পাচ্ছে না। একবার যেকেউ শুরু করলে নিশ্চিতভাবেই আরও অনেক পাওয়া যাবে। কেউ যদি নিজ থেকে বলে, আমি নিশ্চিত প্রথম সপ্তাহেই অন্তত ১০০ জন বলবে, আমিও এমন। এসময় সমকামীদের সাহস দিয়ে ডিনি বলেন, আমি মনে করি, যেকোন ধরনের সমকামী ফুটবলারদের জন্য এখনই সবচেয়ে সেরা পরিবেশ রয়েছে। আমি এটাই বুঝতে পারি না, মানুষ কেন খেলোয়াড়ি জীবন শেষ করে মেনে নেয় যে, হ্যাঁ আমি সমকামী। আমার মনে হয়, পুরো ক্যারিয়ারে এ বিষয়টা বয়ে যাওয়া খুবই কঠিন। ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ফুটবলার অ্যান্ডি ব্রেনান স্বীকার করেছিলেন তিনি একজন সমকামী। অস্ট্রেলিয়ান লিগে নিউক্যাসল জেটসের হয়ে খেলেছেন তিনি। নিজের সমকামিতার কথা স্বীকার করার দিন ব্রেনান এও বলেছিলেন যে, এখন থেকে তিনি আগের চেয়ে নির্ভার হয়ে খেলতে পারবেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37v9xYm
June 16, 2020 at 05:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন