ঢাকা, ১৬ জুন - বেতন নিয়ে বিদেশি ফুটবলারদের সঙ্গে যে ঝামেলা ছিল তা মিটে গেছে বলে দাবি করেছেন শেখ জামাল ফুটবল দলের ম্যানেজার আনোরয়ারুল করিম হেলাল। সোমবার তিনি জানিয়েছেন, মার্চে খেলা বন্ধ হলেও আমরা বিদেশিদের বেতন দিচ্ছি মে মাস পর্যন্ত। কিন্তু নাইজেরিয়ান মানডে ওসাজিও জুলাই পর্যন্ত বেতন চাওয়ায় যত ঝামেলা হয়। গতকাল আমাদের ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদেরের অফিসে সব বিদেশিকে ডাকা হয়েছিল। সেখানেই তাদের সঙ্গে সব ঝামেলা মিটিয়ে ফেলা হয়েছে। মানডেকে মারা হয়েছে- এমন অভিযোগ প্রসঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার বলেছেন, এ ধরনের কোন ঘটনা হয়নি। উচ্চবাচ্য আর কথা কাটাকাটি হয়েছে। মানডে এমনিতেই উশৃঙ্খল। তাকে আমরা আগামীতে রাখব না সেটা জেনে গেছে। তাকে দুইবার শোকজও করা হয়েছিল নিয়মভঙ্গের কারণে। আমরা বলেছিলাম যেহেতু এখন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ তাই যখন চালু হবে তোমাদের সব টাকা বুঝিয়ে দেয়া হবে। সবাই মানলেও মানডেও মানছিল না। রোববার মে মাস পর্যন্ত বেতন দিয়ে দেয়া হয়েছে মানডেকে দাবি করে আনোয়ারুল করিম হেলাল বলেন, বাকিদের আজকালের মধ্যে সব বেতন পরিশোধ করা হবে। এ নিয়ে কথা হয়েছে তাদের সঙ্গে। এখন আর কোন ঝামেলা নেই। ফ্লাইট চালু হলেই তারা চলে যাবে। এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবে ছিলেন ৬ বিদেশি ফুটবলার। এর মধ্যে একজন নিবন্ধিত ছিলেন না। লিগের দ্বিতীয় পর্বের জন্য তাকে রাখা হয়েছিল। বাকি ৫ জনের মধ্যে জাপানি ফুটবলার দেশে ফিরে গেছেন আগেই। যে ৫ জন আছেন তাদের মধ্যে মানডে নাইজেরিয়ান, ৩ জন গাম্বিয়ান আর অন্যজন আইভরি কোস্টের। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hvASOt
June 16, 2020 at 05:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top