ঢাকা, ১৪ জুন - করোনাভাইরাসের কারণে প্রায় মাসতিনেক ফুটবল বন্ধ থাকলেও, থেমে থাকেনি দলবদল বিষয়ক আলোচনা। করোনার প্রকোপের মধ্যেই গুঞ্জন শোনা গেছে, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজকে দলে ভেড়াতে চায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এ গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে বেশ। অনেকেরই ধারণা, নতুন মৌসুমে ঠিকই মার্টিনেজকে নিজেদের করে নেবে বার্সেলোনা। এ দলবদল আসলেই হবে কি না, তা সময়ই বলে দেবে।। তবে এটি সত্য হলে সবচেয়ে খুশি হবে আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। শুধু তাই নয়, স্কালোনি চান বার্সেলোনা তথা ইউরোপিয়ান ক্লাব ফুটবলে যেন একই দলে অনেক বেশি আর্জেটাইন একসঙ্গে খেলতে পারে। এতে করে বছরের লম্বা একটা সময় একসঙ্গে খেলায়, নিজেদের মধ্যে বোঝাপড়াটা দারুণ হবে বলে ধারণা স্কালোনির। মার্টিনেজের দলবদলের গুঞ্জনের ব্যাপারে স্কালোনি বলেন, এটা অবশ্যই ভালো হবে। কারণ একই দলে যত বেশি আর্জেন্টাইন খেলবে, তাদের একে অপরের সঙ্গে বোঝাপড়াটা বেশ জমবে। এটা সত্যিই হলে দারুণ একটা খবর। তবে এই দলবদলটা খুব সহজ হবে না। এসময় লা লিগায় বার্সেলোনা তথা মেসিদের প্রথম ম্যাচের ব্যাপারেও কথা বলেছেন আর্জেন্টাইন কোচ। তিনি জানিয়েছেন, মাঠে বসে দেখার চেয়ে ঘরে বসে মেসির খেলা দেখতেই বেশি উপভোগ করেন। তাই আজ (শনিবার) রাতে মেসির ম্যাচ থাকলেও, তিনি মাঠে না গিয়ে দেখবেন ঘরে বসেই। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে তিনি বলেছেন, আমি মাঠে যাচ্ছি না, যাওয়ার ব্যাপারে ভাবিওনি। এছাড়া প্রটোকলের কারণেই এখন মাঠে বেশি মানুষ প্রবেশের অনুমতি থাকবে না। তাই আমি ঘরে বসেই দেখব। কারণ মাঠের চেয়ে ঘরে বসেই বেশি উপভোগ করি আমি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MXAZ7G
June 14, 2020 at 04:41AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন