চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে ১০ জনকে জরিমান

করোনা পরিস্থিতি মোকাবলোয় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. রহুরুল আমিনের নেতৃত্বে পরিচালিত এই কোর্টে ১০ জনকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সার্টিফিকেট পেশকার রেজওয়ান কবির জানান, নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের মোবাইল কোর্টে ৩ মোটর সাইকেল চালককে ৫০০ টাকা করে দেড় হাজার টাকা, ২ জনকে ২০০ টাকা করে ৪০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আব্দুল মান্নান স্টেু মার্কেটে ১ দোকানদারকে ২০০০ টাকা, ২ টিকে ১০০০ টাকা করে ২০০০ টাকা এবং ৩ ক্রেতাকে ২০০ টাকা করে ৬০০ টাকা জরিমানা করা হয়। বিভিন্ন অপরাধে এই দণ্ড প্রদান করা হয় বলে তিনি জানান।
রেজওয়ান কবির আরো জানান. একই স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের মোবাইল কোর্টে ২ মোটর সাইকেল চালককে ৫০০ টাকা করে ১০০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৬-২০



from Chapainawabganjnews https://ift.tt/3eQiAWd

June 04, 2020 at 08:19PM
04 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top