চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি হেরোইনসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ১ কেজি ৯ শ গ্রাম হেরোইনসহ দু’ জনকে আটক করেছে। আটক দু’জন হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষীনারায়ণপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৩০) ও একই গ্রামের সাইদুর রহমানের ছেলে দুলাল মিয়া (৩৫)।
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল বুধবার দিবাগত রাত ৩টার দিকে চর ইসলামাবাদ এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় হোরোইনসহ আমিরুল ও দুলালকে হাতেনাতে আটক করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এঘটনায় বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৬-২০



from Chapainawabganjnews https://ift.tt/3cziVuW

June 04, 2020 at 09:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top