ঢাকা, ০৯ জুন - কোভিড-১৯র কারণে স্থগিত আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। ভোট হওয়ার কথা ছিল গত ২০ এপ্রিল। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে এএফসির নির্দেশণা অনুযায়ী নতুন তারিখ নির্ধারণ করবে বাফুফে। আপাতত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচনী কার্যক্রমে কারা সংশ্লিষ্ট থাকবেন তাদের তালিকা তৈরি করে রাখছে বাফুফে। বাফুফের এজিএম ও নির্বাচনে ভোটার ও ননভোটার- এই দুই ধরনের ডেলিগেট/কাউন্সিলর থাকেন। এবার ১৪৩ জন ভোটার, বাকিরা শুধু এজিএমে অংশ নেন। রোববার ছিল বাফুফের সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি প্রেরণের শেষ দিন। বাফুফের দফতরে জমা হওয়া কাউন্সিলর তালিকা পর্যবেক্ষণের জন্য তিন সদস্যের একটি কমিটি আছে। বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী এবং নির্বাহী কমিটির দুই বর্ষীয়ান সদস্য হারুনুর রশিদ ও আবদুর রহিমকে নিয়ে গঠিত এ কমিটি কাউন্সিলরের তালিকা দেখেশুনে চূড়ান্ত করবে। এ কমিটি নিয়ে অবশ্য আপত্তি তুলেছেন বাফুফের সহসভাপতি এবং নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়া বাদল রায়। তিনি কিছু অভিযোগ তুলেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধেও। লিখিতভাবে এ অভিযোগ রোববার বাফুফেতে জমা দিয়েছেন বাদল রায়। আবু নাইম সোহাগ জানিয়েছেন সভাপতির (কাজী মো. সালাউদ্দিন) নির্দেশক্রমে বাদল বাদল রায়ের অভিযোগপত্রটি পাঠিয়ে দেয়া হচ্ছে তিন সদস্যের এই কমিটি কাছে। বাদল রায়ের অভিযোগগুলো বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ অস্বীকার করে বলেছেন, গঠনতন্ত্রের বাইরে গিয়ে বাফুফে কোনো কাজ করেনি। কমিটি নিয়ে প্রশ্ন তুলে বলা হয়েছে তারা নিরপেক্ষ নন। আগেও এভাবে কমিটি ছিল। আর এই তিন সদস্যের কে নির্বাচন করবেন, কে করবেন না সেটা তো এখনই বলা যাবে না। নির্বাচনের সূচি তো ঘোষণা হয়নি। বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনের নির্বাচনগুলোয় কলকাঠি নাড়েন জেলা ও বিভাগের কাউন্সিলররা। ১৪৩ ভোটারের মধ্যে তাদের সংখ্যা ৭২(৮ বিভাগ ও ৬৪ জেলা)। এরপর বেশি ভোটার ক্লাবের। এর মধ্যে প্রিমিয়ার, চ্যাম্পিয়নশিপ ও প্রথম বিভাগের ভোট ৩৯টি। এর বাইরে আছে দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ লিগের ক্লাব। প্রত্যেক ভোটারের একই মূল্য। তারপরও বাফুফের নির্বাচনে সবার চোখ থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো থেকে কারা প্রতিনিধি/ভোটার হয়ে আসেন। বিশেষ করে দেশের দুই শীর্ষ জনপ্রিয় ক্লাব মোহামেডান ও আবাহনী থেকে কারা থাকেন এই ভোটার হিসেবে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বাফুফের আসন্ন নির্বাচনে আবাহনী থেকে ভোট দেবেন ক্লাবের পরিচালক কাজী এনাম আহমেদ আর মোহামেডানের ভোটার ক্লাবটির পরিচালক মো. মনজুর আলম। এছাড়া অন্য ক্লাবগুলোর মধ্যে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ভোটার ক্লাবটির সভাপতি ইমরুল হাসান, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাফওয়ান সোবহান তাসবিব, শেখ রাসেল ক্রীড়া চক্রের মাকসুদুর রহমান, সাইফ স্পোর্টিং ক্লাবের ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম আবাহনীর তরফদার মো. রুহুল আমিন, আরামবাগ ক্রীড়া সংঘের এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর, ব্রাদার্স ইউনিয়নের আমের খান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের আরিফুল ইসলাম, রহমতগঞ্জের ইমতিয়াজ হামিদ সবুজ, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের শেখ মোহাম্মদ মারুফ হাসান এবং উত্তর বারিধারার জাকির হোসেন বাবুল। এক নজরে বাফুফের নির্বাচনের ১৪৩ ভোটার জেলা ৬৪, বিভাগ ৮, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ১৩, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব ১৩, প্রথম বিভাগ লিগের ক্লাব ১৩, দ্বিতীয় বিভাগ লিগের ক্লাব ১০, তৃতীয় বিভাগ লিগের ক্লাব ৮, শিক্ষা বোর্ড ৫, বিশ্ববিদ্যালয় ৬, মহিলা ক্রীড়া সংস্থা ১, রেফারিজ অ্যাসোসিয়েশন ১ ও কোচেস অ্যাসোসিয়েশন ১। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী থেকে একজন করে নন ভোটার কাউন্সিলর অংশ নেবেন বাফুফের এজিএমে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৯ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hado1t
June 09, 2020 at 04:57AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন