ঢাকা, ০৯ জুন - ফুটবলারের চেয়ে ভালো খেলতে পারা মানুষের যেমন অভাব নেই, তেমন অভাব নেই কোচের চেয়ে ভালো ফুটবল বোদ্ধারও। বিশ্বকাপ ফুটবলের সময় তো অলিগলিতে খেলা মানুষরাও ভুল ধরেন মেসি-রোনালদোদের। তিতে, সাবেলা, জোয়াকিম লোদের টেকনিক্যাল ত্রুটি ধরে ফেলেন লাইসেন্সবিহীন কোচরাও। কেবল মুখে মুখেই নয়, পত্রিকার পাতায় কলাম লিখে এবং টিভিতে টক শো করে অনেকেই বোঝানোর চেষ্টা করেন- বিশ্বকাপে যারা খেলেন তাদের চেয়ে ভালো পারফরম্যান্স করতে পারেন তারা, যারা ডাগআউটে আছেন তাদের চেয়েও ভালো ফুটবল বোঝেন। এখন তো ফেসবুকে সবাই ফুটবলবোদ্ধা। যে যার মতো করে তার পছন্দের খেলোয়াড়কে সেরা ঘোষণা করে দিচ্ছেন, অপছন্দের হলে চৌদ্দগোষ্ঠি উদ্ধার করছেন। জাতীয় দলে কাকে রাখা উচিত, কাকে কোন পজিশনে খেলানো উচিত সেটা বুঝতে এখন যেন আর কোচিং লাইসেন্স লাগে না-ফেসবুকে আঙুল চালাতে পারলেই হলো। জাতীয় দলের খেলোয়াড়দের ক্যাম্পে ডাকার সময় এলে কত রকম স্কোয়াড যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসে তা দেখলে অবাকই হতে হয়। তেমন এক ঘটনা আগামী অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করে দেয়া। ৩৫ জনের একটি তালিকা বানিয়ে সেটা ভাইরাল করা হয়েছে ফেসবুকে। বলা হয়েছে-কোচ জেমি ডে প্রাথমিক ক্যাম্পের জন্য এই তালিকা বাফুফেকে দিয়েছেন। বাংলাদেশ পুলিশের কোচ নিকোলাস তো তার ক্লাবের দুই ফুটবলার ডাক পাওয়ায় ফেসবুকে অভিনন্দনও জানিয়েছেন। এ তালিকা এড়ায়নি কোচ জেমি ডের চোখও। তালিকাটি এ প্রতিবেদককে পাঠিয়ে জেমি লিখেছেন, তুমি কি জানো এ কাজটি কে করেছে? আমি এটা দেখে বিস্মিত। ৩৫ জনের কাল্পনিক তালিকা যেই তৈরি করুক, সেখানে অনেকের পছন্দের ফুটবলার নেই। তাই তো সমালোচনা শুরু-অমুককে ডাকা হয়নি! এটা বিস্ময়কর। আবার কেউ বলছেন অমুককে নেয়া হয়েছে-খুব ভালো চয়েজ। বাংলাদেশে এখন ফুটবলার সংকট। জাতীয় দলের জন্য কারা ডাক পেতে পারেন, সেটা আন্দাজ করা কঠিন কিছু না। যে কারণে কেউ তালিকা প্রকাশ করলে ঝড়ে বক মরার সম্ভাবনাও থাকে। হয়তো একটা-দুইটা এদিক সেদিক হতে পারে। কিন্তু কোচ নিজে তালিকা দেখে বিস্ময় প্রকাশ করে বুঝিয়েছেন তার চেয়ে ফুটবল বোদ্ধা তো বাংলাদেশের ঘরে ঘরেই আছে। লন্ডন থেকে জেমি ডে বলছিলেন, যখন কোনো খেলাই নেই, তখন কে বা কারা এ তালিকা বানিয়েছে। এটা ঠিক না, ব্যাড প্র্যাকটিস। এর মাধ্যমে ফুটবলাররা বিভ্রান্ত হন। বেশ কয়েকজন ফুটবলার আমার কাছে জানতে চেয়েছেন তারা কেন স্কোয়াডে নেই। কি হাস্যকর! সত্যিই আমি বিস্মিত। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XHK9Lz
June 09, 2020 at 04:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top