মুম্বাই, ১৫ জুন - বলিউডের প্রতিশ্রুতিশীল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করার পর এখন সবারই প্রশ্ন, কী কারণে আত্মহত্যা করে থাকতে পারেন এই দাপুটে অভিনেতা? প্রশ্নটির উত্তর পেতে তদন্তে নেমেছে পুলিশ। তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যম বলছে, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়ে থাকতে পারেন সুশান্ত। কী কারণে তার এমন মানসিক অবসাদ ছিল, তা এখনই স্পষ্ট না হলেও সামনে আসছে তার ভেঙে যাওয়া প্রেমের সম্পর্কগুলো। বারবার ভালোবাসার সম্পর্কে ভাঙনই সুশান্তের হৃদয় ভেঙে দিয়েছিল কি-না, সে উত্তর খুঁজছেন তার ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, মিডিয়ায় পা রাখার পর একাধিক সঙ্গী এসেছে সুশান্ত সিং রাজপুতের জীবনে। টেলিভিশনে পবিত্র রিশতা দিয়ে শুরু। তখন তার সঙ্গে ধারাবাহিকটির অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক বছর তারা একই ছাদের তলায়ও বসবাস করেন। ধারাবাহিকে জনপ্রিয়তা পাওয়ার পর বলিউডে পদার্পণ করেন সুশান্ত। সিনেমায় পা রাখতেই অঙ্কিতার সঙ্গে তার সম্পর্কে ভাঙন ধরে। এরপর নায়িকা কৃতি শ্যাননের সঙ্গে প্রেম হয় সুশান্তের। কিন্তু কৃতির সঙ্গেও বেশিদিন সম্পর্ক স্থায়ী হয়নি। কৃতির সঙ্গে ছাড়াছাড়ির বেশ কয়েক বছর পর পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলে দেন সুশান্ত। এই সময় সাইফ আলী খানের মেয়ে সারা আলি খানের সঙ্গে সুশান্ত সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে শোনা যায়। টেকেনি সেই সম্পর্কও। সারা সরে যাওয়ার পর রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের ভাব জমে। তবে একে অপরকে ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন তারা। মাঝে একবার শোনা যাচ্ছিল, সুশান্ত নিজের বাড়ি ছেড়ে রিয়ার সঙ্গেই থাকতেন তার ফ্ল্যাটে। এমনকি রিয়াকে বিয়ের জন্যও প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে সুশান্তের বিয়ের প্রস্তাব রিয়া গ্রহণ করেননি বলে জানা যায়। মানসিক অবসাদে ভোগার অনেকগুলো কারণের মধ্যে প্রেমের সম্পর্কে বারবার ভাঙনের বিষয়টিও সামনে আসছে। যদিও এ নিয়ে কর্মকর্তারা কিছু বলছেন না। তবে সুশান্তের মুম্বাইয়ের বাসায় থাকা কাগজপত্রে তার মানসিক বিষণ্নতায় ভোগার আলামতই মিলছে বলে জানাচ্ছেন তারা। এর আগে, গত ১০ জুন আত্মহত্যা করেন সুশান্ত সিংয়ের সাবেক ম্যানেজার দিশা সালিয়ান। মুম্বাইয়ের মালাডের একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দিশা। এ খবরে স্তম্ভিত হয়ে পড়া সুশান্ত সিং তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, এটা অনেক বিপর্যয়কর খবর! দিশার আত্মহত্যার কারণ জানতেও তদন্ত করছে পুলিশ। তবে এখনো কিছু জানা যায়নি। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার সঙ্গে তার সাবেক ম্যানেজার দিশার আত্মহত্যার কোনো যোগসূত্র আছে কি-না তাও খতিয়ে দেখছে পুলিশ। এন এইচ, ১৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Y2CA2n
June 15, 2020 at 05:58AM
15 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top