মুম্বাই, ১৫ জুন - মাত্র ৩৪ বছর বয়সেই জীবনের মায়া কাটিয়ে চলে গেলেন বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ১৪ জুন তিনি আত্মহত্যা করেন বলে খবর পাওয়া গেছে। মুম্বাইয়ে নিজ বাড়িতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ! তার মৃত্যুতে শোকের চাদরে ঢাকা পড়েছে গোটা বলিউড। থমকে গেছেন সবাই চঞ্চল এই অভিনেতার আত্মহত্যার খবরে। কেউই যেন বিশ্বাস করতে পারছেন না। প্রাণোচ্ছল এক তরুণ ছিলেন সুশান্ত। হাসি যেন তার মুখে লেগেই থাকতো। সহকর্মীরা তার সঙ্গ পছন্দ করতেন। সেই হাসিমুখের মানুষটি কী অভিমান বুকে নিয়ে চলে গেলেন, সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বলিউডজুড়ে! এদিকে জানা গেছে ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন সুশান্ত সিং রাজপুত। তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু ভাগ্য তাকে দান করেছিল অভিনেতার খ্যাতি। জানা যায়, ১৯৮৬ সালের ২১ জানুয়ারি পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসে তার পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। কিন্তু সেই সময় থেকেই থিয়েটারের দিকে ঝুঁকে পড়েন। নাচও শেখেন বেশ ঘটা করে। শোবিজে প্রতিষ্ঠার নেশায় ইঞ্জিনিয়ার হওয়ার শিক্ষা আর শেষ করতে পারেননি সুশান্ত। প্রিয় অভিনেতাকে হারিয়ে কাঁদছেন তার ভক্তরা। শোক প্রকাশ করছেন অনেক তারকা। এন এইচ, ১৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3d49Mum
June 15, 2020 at 06:15AM
15 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top