মুম্বাই, ১৫ জুন- বলিউড অভিনেত্রা সুশান্ত সিংহ রাজপুতের মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করেছে মুম্বাইয়ের কুপার হাসপাতাল। রিপোর্ট বলছে, ঝুলে থাকায় অ্যাসফিক্সিয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। অর্থাত্ দম বন্ধ হয়ে মারা গেছেন অভিনেতা। খবর এই সময়। গতকাল রোববার দুপুরে বান্দ্রার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় সুশান্তের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয়েছে অ্যান্টি ডিপ্রেশন ওষুধ, মিলেছে প্রেসক্রিপশন। তবে মেলেনি কোনো সুইসাইড নোট। সোমবার মুম্বাইতেই হবে অভিনেতার শেষকৃত্য। রোববার রাতেই সুশান্তের বাবা ও পরিবারের অন্যান্যরা পাটনা থেকে মুম্বাই পৌঁছেছেন। মুম্বাই পুলিশের প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে অভিনেতার পরিবার কিন্তু চমকে দিয়ে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। ঘটনার দিন সকালে সুশান্তের বাড়ির পরিচারকের ফোন পায় মুম্বাই পুলিশ। বাড়িতে এসে অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করেন তারা। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করে সুশান্তের বান্দ্রার বাড়ি থেকে। সুশান্তের মামা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তার দাবি, এটা হত্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। এম এন / ১৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UJg1O8
June 15, 2020 at 09:41AM
15 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top