মুম্বাই, ১৫ জুন- মুম্বাইয়ের বান্দ্রার নিজ ফ্ল্যাট থেকে গতকাল রোববার বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ তারকা আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এরই মাঝে আলোচনায় এসেছে তার বিয়ের বিষয়টিও, নভেম্বরে নাকি বিয়ে করার কথা ছিল সুশান্তের। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়,এ বছরের নভেম্বরে সুশান্তের বিয়ে করার কথা ছিল বলে জানিয়েছেন তার ভাই। নভেম্বরে মুম্বাইয়ে হাজির হয়ে বিয়ের আয়োজন করার কথা ছিল সিং পরিবারের। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুতের ভাই বলেন, চলতি বছরের নভেম্বর মাসেই সুশান্ত সিংয়ের বিয়ে করার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। তবে কার সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল সুশান্তের, সে বিষয়ে কিছু জানাননি তিনি। প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্ত সিং রাজপুত লিভ ইন করছেন বলে বেশ কিছুদিন ধরে খবর ছড়ায়। এমনকি রিয়ার সঙ্গে সুশান্ত ইউরোপে বেড়াতেও যান। সেই ছবি সংবাদমাধ্যমে প্রকাশিতও হয়। তবে রিয়া ও সুশান্ত একে অপরের ভালো বন্ধু বলে বারবার দাবি করে আসছিলেন। এম এন / ১৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XZCrMZ
June 15, 2020 at 09:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top