লন্ডন, ২৬ জুন- কত আশা আকাঙ্ক্ষা, কত অপেক্ষা! দীর্ঘ ৩০টি বছর! অবশেষে আরাধ্য শিরোপা ধরা দিল লিভারপুলের। দাপটের সঙ্গেই এবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো ইয়ুর্গেন ক্লপের দল। আনফিল্ডে কি আনন্দ, কি উৎসব! গতবারও শিরোপা ছোঁয়ার খুব কাছাকাছি চলে এসেছিল লিভারপুল। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হয়নি। এবারও যদি তেমন কিছু হতো? তবে কি অবস্থা হতো উকে ক্রিসনিকির? লিভারপুলের এই পাগল সমর্থক যে পণ করে বসেছিলেন, দল প্রিমিয়ার লিগ না জিতলে চুলে কাঁচি লাগাবেন না। কসোভাতে জন্ম নেয়া ক্রাসনিকি এখন থাকেন ভ্যাঙ্কুভারে। এমনিতেও বড় চুলই রাখতেন এই রেড সমর্থক। কিন্তু সেটা কেবল স্টাইলের জন্য। ২০১৪ সালে সিদ্ধান্ত নেন, লিভারপুল শিরোপা না জিতলে আর কখনই চুল কাটাবেন না। সেই থেকে অপেক্ষায় দিন কাটছিল ক্রিসনিকির। বন্ধু ও পরিবার থেকে অনেকবারই তাকে কার্লি হেয়ার কাটার জন্য চাপাচাপি করা হয়েছে। কিন্তু পেশায় সহকারি শিক্ষক ক্রিসনিকি কিছুতেই রাজি হননি। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটলো। সংবাদ সংস্থা পিএকে ক্রিসনিকি জানান, যেদিন লিভারপুল ট্রফি হাতে নেবে, সেদিনই স্ত্রীকে দিয়ে চুলগুলো কাটিয়ে ফেলবেন। তিনি বলেন, যখন আমি দেখব জর্ডান হেন্ডারসন ট্রফিটা হাতে নিয়েছে, আমার চুলগুলা কেটে ফেলব। ৩৭ বছর বয়সী ক্রিসনিকি সেই ছেলেবেলা থেকেই রেড সমর্থক। তার বাবাও ছিলেন পাড় লিভারপুল ভক্ত। তার সঙ্গে খেলা দেখতে দেখতে ক্রিসনিকির মধ্যেও ভালোবাসাটা চলে আসে। পাগল এই সমর্থক জানালেন, এবারও তিনি চিন্তায় পড়ে গিয়েছিলেন। ভাবছিলেন, করোনার কারণে না আরও একবার শিরোপা স্বপ্ন ভাঙে! শেষতক তেমন কিছু হয়নি। ক্রিসনিকি বলেন, আমি আমার চুলগুলো রেখে দিয়েছিলাম, এই মুহূর্তটার অপেক্ষায়। আমি বলেছিলাম, যতদিন লাগবে থাকুক। কয়েকবার হতাশার মধ্যে পড়তে হয়েছে। তবে শেষ পর্যন্ত এখানে চলে এলাম, এবার হচ্ছে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3g1H6UV
June 26, 2020 at 04:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top