মুম্বাই, ১৬ জুন - আর নেই। না পাওয়ার দেশে এখন সুশান্ত। পঞ্চভূতে বিলীন। সুশান্ত সিং রাজপুত। কিন্তু বাড়ির সবথেকে সাহসী ছেলেটা আত্মহত্যা করেছে, তা এখনও মেনে নিতে পারছে না পরিবার। তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। আর সেই সূত্র খুঁজতেই সুশান্তের বাড়ি পৌঁছাল ফরেনসিকের কর্মকর্তারা। খুন না আত্মহত্যা, সেই বিষয়ের একেবারে সূত্রে পৌঁছানোর চেষ্টা করবেন তারা। জানা যাচ্ছে, সুশান্তের ঘর থেকে বেশকিছু নমুনা তারা সংগ্রহ করেছেন। তা খতিয়ে দেখা হবে। এছাড়াও, সম্প্রতি সুশান্তের ব্যবহারের বিষয়েও তার আত্মীয়দের কাছ থেকে কর্মকর্তারা তথ্য নিয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার পর সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন সুশান্তের বাবা। অন্যদিকে, সুশান্তের সাম্প্রতিক আর্থিক লেনদেনের বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে ব্যাংক থেকে। এছাড়াও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে প্রয়োজনে অভিনেতার বান্ধবী রিয়াকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রোববার সকালে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। রাতেই হয় পোস্টমর্টেম। আজ বাবার হাতেই শেষকৃত্য সম্পন্ন হলো অভিনেতার। সোমবার সকালেই পাটনা থেক মুম্বাই পৌঁছান অভিনেতার বাবা। ভিলে পার্লেতে পবন হংস ক্রিমেটোরিয়ামে শেষ শয্যায় শায়িত হলেন তিনি। রেখে গেলেন তার অসাধারণ কিছু অভিনয়। হাসিতেই ভারতবাসীর মন জিতে নিয়েছিলেন যে ছেলেটা, আজ কাঁদিয়ে চলে গেলেন সবাইকে। এদিন তার পরিবারের পাশাপাশি, বন্ধুবান্ধবরাও উপস্থিত ছিলেন শেষযাত্রায়। এসেছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর প্রমুখ। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, এদিন পুলিশ জানিয়েছে, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত। সোমবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়েছে গলায় দড়ি দেওয়ার ফলে অ্যাসফিকসিয়া ঘটায়। পুলিশ সূত্রে খবর, গত তিন মাস ধরে বাড়িতেই নিজেকে বন্দি করে রেখেছিলেন সুশান্ত। প্রভিশনাল ময়নাতদন্তের রিপোর্ট বান্দা পুলিশ স্টেশনে এদিন জমা দেন চিকিৎসকরা। তিনজন চিকিৎসকের একটি টিম সুশান্তের দেহের ময়নাতদন্ত করে বলে জানা গেছে। মৃত্যুর প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে অ্যাসফিকসিয়ার ফলেই সুশান্তের মৃত্যু হয়েছে। যা মূলত গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ফলেই হয়ে থাকে। রোববার রাতে তিন ঘণ্টা ময়নাতদন্ত চলে বলে সূত্রের খবর। গোটা প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হয়। গলাজুড়ে কোনও শক্ত বাঁধনের স্পষ্ট দাগ রয়েছে, যা আত্মহত্যার তত্ত্বকেই জোরালো করে। চিকিৎসকরা জানিয়েছেন প্রাথমিক রিপোর্ট জমা পড়লেও, সোমবার বিকেলের মধ্যেই পুরো রিপোর্ট জমা পড়বে। এন এইচ, ১৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YC6k53
June 16, 2020 at 06:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top