মুম্বাই, ১৬ জুন - মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে ১৪ জুন উদ্ধার হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। মাত্র ৩৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা। আত্মহত্যা করেছেন সুশান্ত, এ খবর বলিউডকে শোকে কাতর দিয়েছে। কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন এ নায়ক সে প্রশ্নই উঠে আসছে বারবার। অনেকেই অনেক মন্তব্য করছেন, আসছে অনেক সমালোচনাও। এদিকে সুশান্ত সিংয়ের ক্যারিয়ার গ্রাফ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এ প্রসঙ্গে বিস্ফোরক টুইট করে বসেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। সঞ্জয় লেখেন, ছিছোড়ে ছবি বক্স অফিসে হিটের পর সুশান্ত মোট ৭টি ছবি সই করেছিলেন। কিন্তু ৬ মাসের মধ্যে সেই সবগুলো ছবি তার হাত থেকে ফসকে যায়। বলিউডের মানুষেরা এতটাই নিষ্ঠুর। আর এই নিষ্ঠুরতাই সুশান্তের মৃত্যুর কারণ। রোববার সকালে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তার নিজস্ব ফ্ল্যাটে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। অভিনেতার মৃত্যুর ঘটনা কিছুতেই যেন মেনে নিতে পারছে না বলিউড তথা দেশের সাধারণ মানুষ। সবার মনে একটাই প্রশ্ন, এরকম একজন প্রতিভাবান অভিনেতা কীভাবে আত্মহত্যা করতে পারে? এন এইচ, ১৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3fpy3wL
June 16, 2020 at 06:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top