ইসলামাবাদ, ১৩ জুন- টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসের শুরুর দিকে ইংল্যান্ড যাবে পাকিস্তান ক্রিকেট দল। করোনাভাইরাসের কারণে এবারের ইংল্যান্ড সফরটি অনেক বেশি চ্যালেঞ্জিং। ইংল্যান্ডের কন্ডিশনের সাথে করোনার সাথেও লড়াই করতে হবে পাকিস্তানকে। তবে ইংল্যান্ড সফরের জন্য তার দল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তান কোচ মিসবাহ উল হক। মিসবাহ বলেন, এসব চ্যালেঞ্জ গ্রহনের জন্য খেলোয়াড়রা মানসিকভাবে শক্ত আছে। করোনাাভাইরাসের কারণে সফরকারী পাকিস্তানকে বায়ো-সুরক্ষাসহ সকল ধরনের স্বাস্থ্য নিরাপত্তা দিবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমকে মিসবাহ বলেন, বর্তমান পরিস্থিতি অস্বাভাবিক। বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে এই সফরে আলাদা-আলাদা নিরাপত্তা থাকবে। এটি খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য কঠিন হবে, কিন্তু আমাদের এসবের সাথে মানিয়ে নিতে হবে। আগামী জুলাইয়ে শেষে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে। দুটি সিরিজের জন্য গতকালই একত্রে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৯ জন খেলোয়াড়ের সাথে সফরে যাবে ১৪ জন অফিসিয়াল। দলে ১০জন পেসার ও চারজন স্পিনার আছে। আইসিসির নতুন নিয়মে বলে থুতু ব্যবহার করা যাবে না। এই পরিস্থিতির সাথে বোলারদের মানিয়ে নিতে সমস্যা হবে বলে মনে করেন মিসবাহ। যে কারণে দুই ফরম্যাটের দল একত্রে নির্বাচন করা কঠিন ছিল। মিসবাহ বলেন, আমরা আমাদের সেরাটাই নির্বাচন করেছি এবং আমি জানি, ২৯ জনের স্কোয়াড অনেক বড়। এই পরিস্থিতি আমাদের জন্য সহজ নয়। এছাড়া আমরা তিন মাস ধরে খেলার মধ্যে নেই। দীর্ঘদিন ধরে খেলোয়াড়রা মাঠের বাইরে, আমি সেটিও বিবেচনা করছি এবং মাঠে ফেরার জন্য তারা উদগ্রীব হয়ে আছে। বাছাই করার জন্য আমাদের ভালো স্কোয়াড আছে এবং ইংল্যান্ডের কন্ডিশনে আমরা ভালো করতে পারি। তিনি আরও বলেন, আমি এবং ডাক্তার সোহাইল সেলিম সফরের ব্যাপারে প্রত্যক খেলোয়াড়ের সাথে আলোচনা করেছি এবং প্রত্যেকেই পরিস্থিতির সর্ম্পকে অবগত আছে। সফর চলাকালীন করোনা পরীক্ষায় পজিটিভ বা হালকা লক্ষণও দেখা দিলে, আমরা খেলোয়াড়দের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত করেছি। চার সপ্তাহ আইসোলেশনে থাকার প্রশিক্ষণ দেয়া হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা, ফাঁকা স্টেডিয়ামে খেলা ও মাঠে সবধরনের সুরক্ষা মেনে চলার জন্য মানিয়ে নিতে হবে তাদের। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/১৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2C41aHA
June 13, 2020 at 03:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top