সেই সাত বছর বয়স থেকে বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে। বয়স এখন ১৬। চলতি গ্রীষ্মেই তার সঙ্গে চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ক্লাব। কিন্তু যেখানে বড় হয়েছেন, সেই জায়গাটা ছেড়ে যাওয়ারই সিদ্ধান্ত নিলেন মার্ক জোয়ার্দো। তরুণ এই ডিফেন্ডারকে ঘর থেকে বের করে আনছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ গণমাধ্যমের খবর, রেড ডেভিলসরা তার সঙ্গে চুক্তির বিষয়টি পাকাপাকি করে ফেলেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা। এদিকে জোয়ার্দো নিজেও তার বিদায়ের খবরটি জানিয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রাম পোস্টে যদিও তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের নাম উল্লেখ করেননি, তবে নিশ্চিত করেছেন বার্সেলোনা ছেড়ে যাওয়ার বিষয়টি। ক্যারিয়ার গড়ে দেয়ার জন্য বার্সার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ইনস্টাগ্রামে জোয়ার্দো লিখেছেন, যে দলটি আপনাকে সব কিছু দিয়েছে, সেটি ছেড়ে যাওয়া কখনই সহজ নয়। এফসি বার্সেলোনা আমার আমার দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় পরিবার। এখানে আমি একজন খেলোয়াড় এবং একজন মানুষ হিসেবে গড়ে উঠেছি। স্প্যানিশ এই টিনএজার যোগ করেন, আজ সময় এসেছে বিদায় বলার। তবে যারা আমাকে সহায়তা করে এখানে নিয়ে এসেছেন তাদের প্রতি আগে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি ভাগ্যবান যে, দারুণ একটি প্রজন্মের সঙ্গে আমার আবেগ ভাগাভাগি করতে পেরেছি। তাদের সঙ্গে সবসময় যোগাযোগ থাকবে। আমরা এমন বালক অবস্থায় শুরু করেছিলাম, যখন বল নিয়ে ছুটোছুটি করাই ছিল সব। নয় বছর পর এখন তারা সবাই বন্ধু। বলতে হচ্ছে বিদায়। শুধু আমরাই জানি যে কোচরা আমাদের গড়ে তুলেছেন এবং স্বপ্ন পূরণে সাহায্য করেছেন তাদের পাওয়া কতটা ভাগ্যের বিষয় ছিল। জোয়ার্দোর শেষ কথা, তবে সব কিছুরই যেমন শুরু আছে, তেমন আছে শেষও। আমার বেলায় পরিবারের অনেক কিছুও ভাবতে হচ্ছে। এখানে এমন সব স্মৃতি রেখে যাচ্ছি, যা কখনও ভুলব না। সবসময়ই আমার সঙ্গে থাকবে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/৩০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31wY4X1
June 30, 2020 at 05:02PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন