ঢাকা, ১৪ জুন - বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আফগানিস্তানকে সিলেটে আতিথেয়তা দেয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ম্যাচটি হওয়ার কথা ছিল গত ২৬ মার্চ। করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যায় বিশ্বের সব ফুটবল। স্থগিত হয়ে যায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচও। ফুটবল মাঠে ফিরতে শুরু করেছে। জার্মানি, স্পেনের পর ইতালিতেও এখন ফুটবল মাঠে। ফিফা তাই তো আগামী অক্টোবরে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচগুলো মাঠে ফেরাতে যাচ্ছে। ইতিমধ্যে নতুন সূচিও ঘোষণা করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ আগামী ৮ অক্টোবর খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। গত বছর ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে আফগানদের বিরুদ্ধে ম্যাচ দিয়েই কাতার বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বের মিশন শুরু করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। ম্যাচটি জিততেও পারত বাংলাদেশ। অনেক মিস করে এক গোল খেয়ে শূন্য হাতে ফিরেছিল জামাল ভূঁইয়ারা। সেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি পর্ব শুরু হবে বাংলাদেশের। এখন প্রশ্ন হলো, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি সিলেট স্টেডিয়ামেই হবে? নাকি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে? পূর্বের সূচি অনুসারে ম্যাচটির ভেন্যু সিলেটই আছে। যদিও নতুন করে ভেন্যুর বিষয়ে এখনও ফিফা বা এএফসি কিছু জানতে চায়নি বাফুফের কাছে। তবে সিলেটে ম্যাচ আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, করোনার পর বাফুফে তিনটি ম্যাচের জন্য দুটি ভেন্যু প্রস্তুত করার দিকে হাঁটবে না। বাংলাদেশের বাকি চার ম্যাচের মধ্যে শুধু কাতারের বিপক্ষে ম্যাচটি অ্যাওয়ে অর্থাৎ বিদেশের মাটিতে। বাকি তিন দল আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে ঘরের মাঠেই খেলতে হবে। ঘরের ম্যাচ তিনটি ৮ অক্টোবর এবং ১২ ও ১৭ নভেম্বর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি সিলেটে হওয়ার সম্ভাবনা কম দেখছেন। তিনি বলেন, করোনা পরবর্তী পরিস্থিতি ওই সময় কেমন থাকবে, সেটা আমরা কেউ জানি না। দেড়মাসেরও কম সময়ের মধ্যে আমাদের তিনটি ম্যাচ আয়োজন করতে হবে। এ সময়ের মধ্যে দুটি ভেন্যু প্রস্তুত করা কতটুকু সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না। এছাড়া যদি ফিফা তখন গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি না দেয় তাহলে তো সিলেটে ম্যাচ আয়োজন করলে কোন লাভ হবে না। ওখানে প্রচুর দর্শক হয় বলেই তো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি সিলেটে আয়োজনের পরিকল্পনা ছিল আমাদের। দেখি কী হয়। ভেন্যু নিয়ে এখনও এএফসি কোন কিছু জানায়নি। জানালে সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে- বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2C6toBt
June 14, 2020 at 05:05AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন