কলকাতা, ২৮ জুন - আমফানের ত্রাণ নিয়ে গরমিলের অভিযোগে শোকজ করা হল আসানসোল-দুর্গাপুরের চার তৃণমূল কংগ্রেসের নেতা ও নেত্রীকে। যার মধ্যে রয়েছেন আসানসোলের ডেপুটি মেয়র তবসুম আরা। জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তেওয়ারি একথা জানিয়েছেন। আসানসোল পুরসভার ডেপুটি মেয়র তবসুম আরা ছাড়া বাকি যে তিনজনকে শোকজ করা হয়েছে তাঁরা হলেন, আসানসোল পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের (জামুড়িয়া) কাউন্সিলর বেবি খাতুন, ৫৫ নম্বর ওয়ার্ডে (আসানসোল) কাউন্সিলারের স্বামী তথা ওয়ার্ড কমিটির সভাপতি শংকর চক্রবর্তী ও দুর্গাপুরের দলের শ্রমিক সংগঠনের নেতা ও দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়। গত বুধবার সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ত্রাণে অনিয়ম কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। তৃণমূলের রাজ্য কমিটির তরফে দলের যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তেওয়ারি ও জেলার চেয়রাম্যান ভি শিবদাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে এক বৈঠক করেন। তিনি জেলা সভাপতিকে চার নেতা ও নেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে শোকজ করার নির্দেশ দেন। এরপরই তাঁদের শোকজ করে সোমবারের মধ্যেই জবাব তলব করা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই নোটিশ। তাঁদের কাছে জবাব চাওয়া হয়েছে। তা পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও ডেপুটি মেয়রের পাল্টা প্রতিক্রিয়া, ওঁদের অভিযোগ, ত্রাণ পৌঁছয়নি সর্ব স্তরে। এটা মিথ্যা অভিযোগ। আমি জেলা সভাপতিকে জবাব দিয়ে দিয়েছি। তৃণমূলের জেলা চেয়ারম্যান ভি শিবদাসনের প্রতিক্রিয়া, নেতা, কর্মীদের কোথাও কিছু ভুল হয়ে থাকলে, তা সংশোধন করতে পারে আমাদের দল। দুর্নীতির সঙ্গে আমরা আপস করি না। আর এই সরকার দুর্যোগের সময়ে, যে ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, তা উদাহরণ হয়ে থাকবে। এ দিকে, শোকজের বিষয়টি প্রকাশ্যে আসতেই সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী বলেন, এ সব কারণ দর্শানোর নোটিশ লোক দেখানো। তৃণমূল পুরো দলটাই দুর্নীতির সঙ্গে জড়িত। সুত্র : কলকাতা ২৪x৭ এন এ/ ২৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NxVpo2
June 28, 2020 at 04:49PM
28 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top