কেপটাউন, ২২ জুন- দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে সাত জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী জ্যাক পল নিশ্চিত করেছেন এই তথ্য। তবে তিনি নাম প্রকাশ করেননি। এমনকি কোনো ক্রিকেটার আক্রান্ত কি না তাও জানানি তিনি। পুরা দক্ষিণ আফ্রিকাজুড়ে ক্রিকেট সংশ্লিষ্ট সবার গণহারে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় সিএসএ। সে হিসেবেই সিএসএর বোর্ড কর্মকর্তা-কর্মচারি, চুক্তিভূক্ত খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টের সদস্য, ফ্রাঞ্চাইজি ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট ক্রিকেটারসহ ১০০রও বেশি মানুষের করোনা টেস্ট করেছে সিএসএ। সেই ১০০র বেশি মানুষের করোনা টেস্টের রিপোর্ট আসার পর দেখা গেছে ৭ জন আক্রান্ত। প্রধান নির্বাহী জ্যাক পল স্পোর্টস২৪কে বলেন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কেউ করোনা আক্রান্ত কি না তা পরীক্ষা করার উদ্যোগ নিয়েছি আমরা। প্রাথমিকভাবে ১০০র বেশি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাতজনকে পজিটিভ পাওয়া গেছে। করো পরিচয় প্রকাশ করা না করা সম্পর্কে সিএসএর প্রধান নির্বাহী বলেন, আমাদের মেডিক্যাল এথিক্যাল প্রটোকল আমাদেরকে করোনা পজিটিভ কারো নাম পরিচয় প্রকাশের অনুমতি দেয়নি। সারা বিশ্বে ৯০ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্রিকেটারদের মধ্যে বাংলাদশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি করোনা আক্রান্ত হয়েছেন। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hOD7wx
June 22, 2020 at 08:29PM
23 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top