মুম্বাই, ১৯ জুন- সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা যেন কেউই বিশ্বাস করতে পারছেন না। মৃত্যুর দুদিন পরেও একইরকম আচমকা শকে রয়েছে গোটা বলিউড এবং তাঁর ভক্তরা। সকলেই তাঁর মৃত্যুশোক থেকে বেরনোর চেষ্টা করছেন। এমনই সুশান্তের এক ভক্ত যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলার তাঁর ট্যুইটে সামনে উঠে এল অজানা কথা। একবার প্যারিস বিমানবন্দরে সুশান্তের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। নম্রতা দত্ত নামে ওই ছাত্রী ট্যুইট করে সেকথা জানিয়েছেন। একেবারেই অপরিচিত হয়েও কী ভাবে সেদিন টানা পাঁচ ঘণ্টা তাঁরা গল্প করেছিলেন সেই কথা শেয়ার করেছেন নম্রতা। বিমানবন্দরেই সুশান্ত নম্রতাকে কোয়ান্টাম ফিজিক্স বুঝিয়েছিলেন। বিজ্ঞানের প্রতি ভালোবাসা এবং পারদর্শিতা দেখে নম্রতা সুশান্তকে জিনিয়াস বলেছিলেন। সেদিন জন্মদিন নিয়েও কথা হয়েছিল তাঁদের। কদিনের আগে পরেই দুজনের জন্মদিন। এবং একেবারেই একা কাটানোর অভিজ্ঞতা শেয়ার করেছিলেন সুশান্ত। নম্রতা লিখেছেন, ... আমরা দুজনেই বিয়ার খেতে খেতে একে অপরের জন্মদিন পালন করেছিলাম। তার পর আলোচনা করেছিলাম এক্সরে ক্রিস্টালোগ্রাফি ও ডিএনএ নিয়ে। নম্রতা আরেকটি পোস্টে লেখেন, আমি জানতাম না তিনি বলিউড তারকা। আমি মনে করেছিলাম তিনি কোনো পদার্থবিদ। যিনি ফ্রান্সে থাকেন। সুশান্তের মৃত্যুর পর বলিউডে চলছে তোলপাড়। লকডাউনে সিনেমা নেই, কিন্তু সুশান্তের মৃত্যু ঘিরে বলিউডের দৃশ্য সিনেমার থেকে কিছু কম নাটকীয় নয় এখন। পরিষ্কার দুদলে ভাগ বলিউড। এক দিকে স্টার কিডরা। অন্যদিকে সুশান্তের মতো কমনম্যানরা। সোনম কাপুর আর সোনাক্ষী সিনহা, দুজনে স্টার কিডই ট্যুইটে বলেছেন, কারও মৃত্যুর জন্য এ ভাবে কাউকে দায়ী করা অত্যন্ত খারাপ এবং নীচু মনের পরিচায়ক। এদিকে আর এক স্টার কিড বিবেক ওবেরয়, যিনি সালমান খানের বিরাগভাজন হয়েছিলেন, তিনি ট্যুইটে প্রশ্ন তুলেছেন, বলিউড কি সত্যিই একটা বিরাট পরিবার? তিনি লিখেছেন, আমাদের অহংকার কমাতে হবে, সত্যিই একে অপরের পাশে দাঁড়াতে হবে। আর/০৮:১৪/১৯ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Blg1gs
June 19, 2020 at 01:05PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন