ঢাকা, ১৪ জুন - অনেকেই জানেন না তিনি শুধু চলচ্চিত্র নির্মাতা নন, একজন চিকিৎসকও। ২০০৬ সালে চিকিৎসা পেশা ছেড়ে নাম লেখান নির্মাতা হিসেবে। মেঘে ঢাকা তারা, মুখোমুখি, পাসওয়ার্ড, চাঁদের পাহাড়সহ বেশকিছু ভালো সিনেমা উপহার দিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। করোনাকালের এই অসময়ে মানুষের পাশে দাঁড়াতে আবারও চিকিৎসকের ইউনিফর্ম পরলেন তিনি। চাঁদের পাহাড় খ্যাত পরিচালক সুন্দর বনে ছুটে গেছেন চিকিৎসা দিতে। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, আস্থা, ড: ভাস্কর রাও জনস্বাস্থ্য কমিটি, অগ্নিভ ফাউন্ডেশন, স্বাস্থ্য শিক্ষা নির্মাণ ও রাসবিহারী শৈলুষিক এর সমবেত উদ্যোগে একটি বিনামূল্যের চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছিল সুন্দরবন। প্রায় দুইশ মানুষকে চিকিৎসা দিয়েছেন তারা। কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, সেই নব্বইয়ের দশক থেকেই নয়া উদারনীতির অর্থশাস্ত্ৰ মানুষকে আত্মকেন্দ্রিক ও ভোগবাদী করে তোলার যে চক্রান্ত করছিলো তা অচিরেই ভেঙে দিলো এই মহামারী ও ঘূর্ণিঝড় । ধর্ম, বর্ণ-লিঙ্গ ও মূলত শ্রেণী যে বিভেদের জাল বুনছিলো তা যেন আজ ছিঁড়তে শুরু করেছে । সাম্যের জন্যে কোথাও যেন আবার একটা রব উঠতে শুরু করেছে। এন এইচ, ১৪ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3ht9r7W
June 14, 2020 at 04:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন