কলকাতা, ০৬ জুলাই- পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জন্মদাত্রী মা। সবথেকে কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। তবে এ শোককে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তিনি। মা মারা যাওয়ার একদিন গত হতে না হতেই আবার ফিরে এসেছেন মানুষ হাসানোর কাজে। এই শক্ত মানুষটি আর কেউ নন-কমেডিয়ান ও অভিনেতা কাঞ্চন মল্লিক। শনিবার তার মা মারা যায়। তবে পরদিন অর্থাৎ রোববার সকালেই হাজির শুটিং স্পটে। কাঞ্চন মল্লিকের মায়ের মৃত্যুর খবর ও পরদিন শুটিংয়ে আসার বিষয়টি ফেসবুকে শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি লিখেছেন, একজন অভিনেতা, কাঞ্চন মল্লিক। যার মা কাল পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাউহাউ করে কান্নায় ভেঙে পড়ল আমার কাঁধে মাথা রেখে। কিন্তু, জীবিকার কারণে মানুষকে হাসাতে আজ সকাল থেকে সে শুটিং ফ্লোরে। যন্ত্রণা ভোলার জন্য ২৪ ঘণ্টাও কাটেনি। হ্যাঁ, অভিনেতারা ঠিক সহজ মানুষ নয়। হয়ত অন্য কিছু। রুদ্রনীল ঘোষের শেয়ার কথা এই পোস্টের নিচে অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর পাশাপাশি তার প্রয়াত মায়ের আত্মার শান্তি কামনা করেছেন তারা। প্রসঙ্গত, বিভিন্ন ছবিতে কমেডি চরিত্রে অভিনয়ের পাশাপাশি টেলিভিশনেও বেশ জনপ্রিয় কাঞ্চন মল্লিক। কাঞ্চন মহাকাল এবং রঞ্জনা আমি আর আসবো নার মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর/০৮:১৪/৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Z0v9cg
July 06, 2020 at 11:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top