ঢাকা, ৬ জুলাই- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন চিকিৎসার জন্য ইংল্যান্ড গেছেন। প্রোস্টেট সমস্যার জন্য লন্ডনে অস্ত্রোপচারে অপেক্ষায় তিনি। বিসিবির অন্যতম পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জামাল ইউনুস সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে জুনের তৃতীয় সপ্তাহে লন্ডন যান পাপন। নিয়ম মেনে দুই সপ্তাহ আইসোলেশনে থাকার পর চিকিৎসকের শরণাপন্ন হন। ৮ জুলাই তার অস্ত্রোপচারের তারিখ নির্ধারন করা হয়েছে। বিসিবির অন্যতম পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে জুনের তৃতীয় সপ্তাহে লন্ডন গেছেন পাপন। দুই সপ্তাহ আইসোলেশন শেষে চিকিৎসকের কাছে যান তিনি। আগামী ৮ জুলাই তার অস্ত্রোপচার করা হবে। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/৬ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31NT9Bj
July 06, 2020 at 12:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন