মুম্বাই, ২৬ জুলাই- চুন থেকে পান খসলেই সোশ্যাল মিডিয়ায় হুমকি, নোংরা ভাষায় আক্রমণ, আজকাল যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এধরনের আক্রমণের শিকার হয়ে অনেক তারকাই অবসাদে ডুবে যান। অনেকে আবার এর বিরুদ্ধে সরব হয়ে থাকেন। এবার এধরনের সাইবার আক্রমণ, হুমকি বন্ধ করতে পদক্ষেপ করেছে মুম্বাই পুলিশ। আর তাদের সঙ্গে হাত মেলালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আরও পড়ুন: মুক্তির দিনই রেকর্ড গড়ল সুশান্তের দিল বেচারা এবিষয়ে সোনাক্ষী সিনহার কথায়, সোশ্যাল মিডিয়া এসেছিল ভালোবাস, ইতিবাচক বিষয় ছড়িয়ে দেওয়ার জন্য। তবে দুর্ভাগ্যজনকভাবে সাইবার দুনিয়ায় আক্রমণ ও হুমকির কারণে এই জায়গাটা ক্রমাগত মানসিক চাপের কারণ হয়ে উঠছে, বিষাক্ত হয়ে উঠেছে। আমিও সাইবার দুনিয়ায় আক্রমণ হুমকির শিকার হয়েছি। এধরনের বিষয় মানুষকে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে তোলে। আর তাই এধরনের সাইবার আক্রমণ, হুমকি বন্ধ করতে চলেছি। জানা যাচ্ছে, সাইবার দুনিয়ায় অকারণ আক্রমণ, হুমকি বন্ধ করতে মহারাষ্ট্র পুলিশের পক্ষে প্রচারণা চালানো হবে। যে প্রচারের জন্য ৫টি লাইভ কথোপকথনের ব্যবস্থা রাখা হয়েছে। তাতে অংশ নেবেন অভিনেত্রী সোনাক্ষী। প্রসঙ্গত, সাইবার দুনিয়ায় ক্রমাগত হুমকি, আক্রমণের শিকার হওয়ার পর সাময়িকভাবে নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ রেখেছেন সোনাক্ষী। আর তারপরই পুলিশের সঙ্গে হাত মিলিয়ে এর বিরুদ্ধে প্রচারে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39Ar4zh
July 26, 2020 at 09:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top