মুম্বাই, ২৬ জুলাই- আবারো সমালোচনার মুখে পড়েছে কারিনা কাপুর খান। মঙ্গলযান নিয়ে প্রশ্ন করা হয়েছিল কারিনা কাপুরকে। কিন্তু ভাষা বুঝতে না পেরে উত্তর দিতে পারেননি তিনি। শুধু তাই নয়, প্রশ্নকর্তা যাতে হিন্দিতে না জিজ্ঞেস করে ইংরেজিতে তাকে প্রশ্ন করেন, সে বিষয়েও প্রকাশ্যে জানান তিনি। কারিনার সেই ভিডিও এবার প্রকাশ্যে আসায় তাকে ডাম্ব অর্থাত্ মূক বলে কটাক্ষ করলেন নেট জনতার একাংশ। স্বজনপোষণের জেরে যাদের বলিউডে জায়গা করে দেওয়া হয় তাদের মধ্যে অন্যতম হলেন কারিনা। সেই কারণেই মঙ্গলযান নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে পারেননি বলে কটাক্ষ করেন নেট জনতার একাংশ। আরও পড়ুন: আক্রমণ-হুমকি ঠেকাতে মাঠে নামছেন সোনাক্ষী এ প্রসঙ্গে কারিনা বলেন, আমি তো আর সবজান্তা নই যে, সব জেনে থাকবো। আমি এতে লজ্জিত নই। এসবের পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও কারিনাকে তুলনা করেন অনেকে। মহাকাশ এবং তারাদের নিয়ে সুশন্তের যে অগাধ পড়াশোনা, যার জেরে টেলিস্কোপ দিয়ে তিনি নিজের চাঁদে কেনা জমির দেখভাল করতেন, তার সঙ্গে তুলনা করেন কারিনার। কেউ কেউ বলতে শুরু করেন, মেধার জন্যই সুশান্তকে বলিউডে জায়গা করে দেওয়া হয়। অথচ স্বজনপোষণের জেরে কারিনারা নিজেদের জায়গা এভাবেই করে নেন বি-টাউনে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZYsZKI
July 26, 2020 at 09:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top